logo
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ০৩ জুন ২০২০, ০০:০০  

শাকিবকে 'ক্ষ্যাত' বলে বিতর্কে তৌসিফ

শাকিবকে 'ক্ষ্যাত' বলে বিতর্কে তৌসিফ
তৌসিফ মাহবুব
নাটকের একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে 'ক্ষ্যাত' বলে সম্বোধন করায় গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। শাকিব ভক্তদের তোপের মুখে পড়েছে এই চরিত্রে অভিনয় করা টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি প্রচারিত হওয়া 'ওহ মাই ডার্লিং' নাটকের একটি দৃশ্যে দেখা যায়, সহশিল্পী সাফা কবির শাকিব খানের সিনেমা দেখতে চান, সেই সময় প্রেমিক তৌসিফ বিরক্ত হন। নিজের পছন্দের সিনেমা বাদ দিয়ে শাকিবের সিনেমা দেখতে চাওয়ায় শাকিব খানকে 'ক্ষ্যাত' বলে আখ্যায়িত করেন তৌসিফ। নাটকটি প্রচার হওয়ার পরপরই বিতর্কের মুখে পড়েন এই অভিনেতা। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি।

তৌসিফ মাহবুব বলেন, 'নাটকটি প্রচার হওয়ার পর একটি দৃশ্যের ডায়লগে নানা রকম মন্তব্য দেখেছি। আমি বলতে চাই যে, আমি আমার স্ক্রিপ্টের অভিনয়টাই করেছি। চরিত্রটা এমন ছিল যে, আমি টিকিট কেটে রেখেছিলাম প্রেমিকাকে নিয়ে সিনেপেস্নক্সে 'প্যারাসাইট' সিনেমা দেখব বলে, কিন্তু সে শাকিব খানের বড় ভক্ত হওয়ায় তার ছবিই দেখবে বলে গো ধরে, যার কারণে আমি বিরক্ত হয়ে এমন কথা বলি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে