নতুন উদ্যমে তিন নায়িকা

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
করোনাভাইরাসের প্রকোপ না কমলেও সরকার অঘোষিত 'লকডাউন' শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। শর্তসাপেক্ষে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছে নাটকের সংশ্লিষ্টরা। এফডিসি কর্তৃপক্ষও প্রস্তুত করেছে শুটিং ফ্লোর। দরিদ্র ও কলাকুশলীর কথা বিবেচনা করে আজ ৫ জুন থেকে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক-পরিবেশক সমিতি। ফলে তারকারাও ফিরতে চাইছেন নতুন উদ্যমে। বিশেষ করে করোনায় ঘরবন্দি থেকে নতুন উপলব্ধি তৈরি হয়েছে বলে জানিয়েছেন হাল সময়ের আলোচিত তিন নায়িকা। টানা ঘরবন্দি থেকে বিরক্ত হচ্ছেন বলেও জানিয়েছেন কেউ কেউ। এরই মধ্যে পরিচালক সৈকত নাসির, অনন্য মামুন ও দীপংকর দীপন আগামী সপ্তাহ থেকে শুটিং শুরুর ঘোষণা দিয়েছেন। এতে অভিনয়ের কথা রয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরির। আগামীর দিনগুলোতে নিজের অবস্থান নিয়ে পূজা চেরী বলেন, 'সত্যি কথা বলতে, করোনা আমাকে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে। এখন থেকে সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু বাছ-বিচার করব। গল্প ও চরিত্রের পাশাপাশি আরও কিছু বিষয়ে বেশি গুরুত্ব দেব। প্রয়োজনে সিনেমার সংখ্য কামিয়ে দেব।' চিত্রনায়ক মাহিয়া মাহী অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে সবকিছু শুরু করার ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেন, 'হাতে মেহেদি দিলাম না, নতুন ড্রেস পরলাম না, একটু সাজুগুজু করে বাইরে বের হলাম না- এটা কোন কথা? ইনশালস্নাহ সামনের ঈদে সব পুষিয়ে নেব।' বছরের শুরুতেই মাহী বেশ কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন। এর মধ্যে রায়হান রাফির স্বপ্নবাজী সিনেমার কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। তাছাড়া কাজ শুরু হওয়ার কথা ছিল 'বস্নাড' ছবির। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সব ভেস্তে গেছে। টানা দু'মাস ঘরবন্দি থাকার পর এখন ফিরতে চাইছেন নতুন উদ্যমে। অভিনেত্রী নুসরাত ফারিয়াও একই পথের পথিক। দুই মাস গ্রামের বাড়িতে ঘরবন্দি থেকে গতকাল ফিরেছেন ঢাকায়। বোঝাই যাচ্ছে, লকডাউন শিথিল হওয়া ও শুটিং নিয়ে সবুজ সংকেত পেয়েই ঢাকা ফিরেছেন পাটাকাখ্যাত অভিনেত্রী। তিনি চাইছেন সবকিছু যাতে দ্রম্নত ঠিক হয়ে যায়। তার ভাষ্যমতে, 'সবকিছু তো করোনার কারণে আটকে আছে। এই সংকট কেটে গেলেই দর্শকের জন্য নতুন নতুন খবর নিয়ে হাজির হতে পারব।' নুসরাত ফারিয়া আরও বলেন, 'করোনা পরবর্তী সময়ে বড় একটা ধাক্কা আমরা খাবই। কিন্তু আমরা যদি আমাদের পেশাকে ভালোবাসি, তাহলে এর মধ্য দিয়েই কাজ করতে হবে। সময় সবকিছু ঠিক করে দিবে। কিন্তু ওই ধৈর্যটা ধরে আমরা থাকতে পারব কিনা, ওটাই প্রশ্ন।' জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ছন্দে ফেরার নতুন ছক কষছেন। তিনি বলেন, 'করোনা পরিস্থিতি যাওয়ার পর ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে বুঝতে পারছি না। বেশ কয়েকটা ছবির ব্যাপারে কথা হয়ে আছে। কিন্তু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটার উপরই নির্ভর করবে আগামী দিনের কাজ।' 'পদ্ম পাতার জল'খ্যাত এ অভিনেত্রী আরও বলেন, 'এখন একটাই প্রার্থনা- সবকিছু ঠিক হয়ে যাক। আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠুক আমাদের জীবনযাত্রা। ততদিন সবাই নিরাপদে থাকুক। সবার কাছে আমার নিজের জন্যও দোয়া চাইছি।' এদিকে চলচ্চিত্রের শুটিং করার দিনক্ষণ ঠিক হলেও সেখানে 'ঘনিষ্ঠ দৃশ্য' বাদ না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন সমিতির নেতারা। এ বিষয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদুল আলম খসরু জানান, 'চলচ্চিত্র অনেক বড় মাধ্যম হওয়ায় এখানে অনেক মানুষের সম্মিলন ঘটে। তাই সামাজিক দূরত্বের ব্যাপারগুলো পুরোপুরি মানা কঠিন। একটি সিনেমার শুটিংয়ে মারামারির কিংবা নাচ-গান, নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্য থাকে। এগুলোতে শরীর স্পর্শ হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুটিং ইউনিটের লোক যতটুকু সংক্ষিপ্ত করে কাজ করা যায়। একই সাথে প্রধান প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করার অনুরোধ করছি। এরকম কিছু নির্দেশনা দিয়েছি আমরা। শিগগিরই বিস্তারিত নীতিমালা সবার কাছে পৌঁছানো হবে।' তিনি আরও জানান, 'যেহেতু ১৯ মার্চ থেকে সাংগঠনিকভাবে শুটিং বন্ধ রেখেছি, তাই আনুষ্ঠানিকভাবে ৫ জুন থেকে এটি তুলে নেওয়া হচ্ছে।'