টম ক্রুজের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
করোনার জন্য তো বটেই, আরও নানা সমস্যার কারণে বার বার পিছিয়ে পড়ছে হলিউড বিশ্বজুড়ে জনপ্রিয় 'মিশন: ইম্পসিবল' সিরিজের শেষ কিস্তির শুটিং। মিশন ইম্পসিবল তারকা টম ক্রুজ মনে করছেন করোনা এখন যে অবস্থায় রয়েছে তাতে তা এখনই বিদায় নেবে, সব কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, এমনটা হওয়ার নয়। তাই তিনি 'মিশন: ইম্পসিবল ৭'-এর শুটিং আর ফেলে রাখতে রাজি নন। টম ক্রুজ সিনেমার কাজ শেষ করার জন্য একটি টিম তৈরি করতে চাইছেন। যে টিমটা হবে করোনামুক্ত। তাদের সবাইকে একটি কৃত্রিমভাবে তৈরি গ্রামে রাখা হবে। সেই গ্রামটি ঘিরে ফেলা হবে। যাতে কেউ করোনা সংক্রমিত না হতে পারেন। তারপর সেখানেই শেষ করা হবে 'মিশন: ইম্পসিবল ৭'-এর শুটিং। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের তিনি। এভাবে একটা গ্রাম তৈরি করে বিশ্বখ্যাত বেশ কয়েকজন তারকাকে সেখানে তাদের বিলাসব্যসনের সব ব্যবস্থা করে রেখে, কলাকুশলীদের রেখে, সিনেমার পুরো শুটিং শেষ করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। কিন্তু টম তাতে রাজি। তিনি চাইছেন যা খরচ হয় হোক, কিন্তু সিনেমা শেষ করা হোক। কারণ সিনেমায় টম ছাড়াও রয়েছেন সিমোন পেগ, অ্যালেক বল্ডউইন, ভেনেসা কিরবি, রেবেকা ফার্গুসন-এর মতো বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। ২০২১ সালের নভেম্বরে এই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।