চলচ্চিত্রে চঞ্চলের এক দশক

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
চঞ্চল চৌধুরী
শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু হলেও বর্তমানে ব্যস্ততা টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নিয়ে। দুই পর্দাতেই তার সুনাম রয়েছে। খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও পেয়েছেন দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথমবার গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা' সিনেমার জন্য এবং দ্বিতীয়বার অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'আয়নাবাজি' সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে অনম বিশ্বাস পরিচালিত 'দেবী'। সিনেমায় অভিনয়ের এক দশক পার করছেন চঞ্চল চৌধুরী। এরই মধ্যে চঞ্চল চৌধুরী শেষ করেছেন আরও দুটি নতুন সিনেমার কাজ। একটি গিয়াস উদ্দিন সেলিমের 'পাপ-পুণ্য' এবং অন্যটি মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা 'হাওয়া'। এ দুটি সিনেমাতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, 'বাংলাদেশের সিনেমার এখন যে ধারা চলছে সেই ধারাকে আরও শক্তিশালী করবে আমার অভিনীত 'পাপ-পুণ্য' ও 'হাওয়া' সিনেমা দুটি, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। একটি কথা না বললেই নয়, তা হলো আমি দীর্ঘ একযুগ ধরে সিনেমাতে অভিনয় করছি। গল্প এবং চরিত্র ভালো না লাগলে আমি কোনোভাবেই কারো অনুরোধে কোনো সিনেমাতে অভিনয় করি না, করবও না। আমি যদি গল্প পড়ে বুঝতে পারি যে এই সিনেমা মুক্তি পেলে গ্রহণযোগ্যতা পাবে না সেই সিনেমায় আমি অভিনয় করি না। পাপ-পুণ্য সিনেমায় শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন সেলিমের লেখা, নির্দেশনা এবং নির্মাণে আবারও তার জাদুর ছোঁয়া পাবেন দর্শক। অন্যদিকে সুমনের এটি প্রথম সিনেমা। কিন্তু সুমন অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি তার সর্বোচ্চ মেধা দিয়ে নির্মাণ করেছেন। সমুদ্রপাড়ের মাঝিদের সংগ্রামী জীবনের গল্প নিয়ে এই ধরনের সিনেমা এত যত্ন করে এর আগে নির্মিত হয়নি বলেই আমার ধারণা। আমার বিশ্বাস দুটি সিনেমাই মুক্তি পেলে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে।' উলেস্নখ্য, গেল মার্চ মাসে চঞ্চল চৌধুরী সর্বশেষ তিনটি ঈদ নাটকে কাজ করেছিলেন। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি শুটিং-এ ফিরবেন।