১০ জুন থেকে টালিপাড়ায় শুটিং

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
মাস দুয়েক শুটিং বন্ধ থাকার পর অবশেষে সুখবর টালিপাড়ায়। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফে। অতঃপর দীর্ঘ ২ মাস বিরতির পর শিল্পী, কলাকুশলীরা সেটে ফেরার ছাড়পত্র পেলেন। তবে এখনই আগের মতো পুরোদমে শুটিং করা যাবে না। মেনে চলতে হবে বেশকিছু নির্দেশিকা। পঞ্চম দফার লকডাউনে রাজ্য সরকারের তরফে শুটিংয়ের ছাড়পত্র মিলেছে ঠিকই। কিন্তু কেন্দ্রের বেঁধে দেওয়া সুরক্ষাবিধি মেনে কীভাবে শুটিংয়ের কাজ চলবে, সেই সিদ্ধান্তে পৌঁছতেই নাজেহাল হয়ে পড়েছিল টালিপাড়া। দফায় দফায় বৈঠক হলেও কীভাবে নির্দেশিকা মেনে শুটিং হবে, আর্টিস্ট ফোরামসহ টালিউডের বিভিন্ন সংগঠনের সঙ্গে পর্যালোচনা করছে রাজ্য সরকার। এদিকে পয়লা জুন থেকে ছাড়পত্র পেলেও শুটিং শুরু করতে পারা যায়নি শুধু এই কারণেই। ৪ জুন অর্থাৎ আজই মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে টালিপাড়ার সব সংগঠনের মিটিংয়ে বসার কথা ছিল। সেই অনুযায়ী অবশেষে বৃহস্পতিবার বৈঠক শেষে রাজ্য সরকারের তরফে জানানো হলো ১০ জুন থেকে শুটিং শুরু করা যাবে, সমস্ত নির্দেশিকা মেনেই। সূত্রের খবর, আপাতত দশ বছরের কমবয়সি শিশু শিল্পীদের শুটিং করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৬৫ বছরের বেশি যে সমস্ত প্রবীণ অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, তারা চাইলে মুচলেকা দিয়ে শুটিং করতে পারবেন বলে জানা গেছে। তবে ধারাবাহিক নিয়ে ধোঁয়াশা সাফ হলেও সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে, সেই দিন এখনো নির্ধারিত হয়নি। আগামীকাল রোববার সিনেমার শুটিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তত্ম হবে। উলেস্নখ্য, ইতোমধ্যেই জানা গেছে, ধারাবাহিকে কোনো রকম ঘনিষ্ঠ দৃশ্য রাখা যাবে না। চুমু, আলিঙ্গন সব বাদ।