১২ শিল্পীর এক গান

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সারা বিশ্বে এখন যে সময়টা চলছে তাকে অসময়ই বলে মনে করছে বিশ্ববাসী। এই অসময়েই নতুন প্রত্যাশা নিয়ে সমসাময়িক ১২ শিল্পী গেয়েছেন একটি গান। গানটির শিরোনাম 'বাঁচি আশায় ভালোবাসায়'। কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম খান, বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, দীনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, হুমায়রা বশির, কোনাল, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, সমরজিৎ রায় এবং প্রিয়াংকা। গানটির সুরকার রাজা বশির জানান, মিউজিক কম্পোজিশনের পর শিল্পীদের মেইল করে পাঠিয়ে দেওয়া হয় গানের মিউজিক ট্র্যাক। পরে যার যার হোম স্টুডিওতে ভয়েস দেন সবাই। মূলত খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব বশির আহমেদ এবং মীনা বশিরের পুত্র-কন্যা হুমায়রা বশির এবং রাজা বশিরের পরিকল্পনায় তৈরি হয় সময়ের গান- 'বাঁচি আশায় ভালোবাসায়'। সম্প্রতি গানটি মুক্তি পায় তাদের ইউটিউব চ্যানেল সারগাম মিউজিক স্টেশনে। এটি উৎসর্গ করা হয়েছে বশির আহমেদ এবং মীনা বশিরকে।'