মানবতার আরেক নাম বি. খন্দকার

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন 'ইউনাইটেড গ্রম্নপ অফ বাংলাদেশ' (ইউজিবি)। দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে নিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য এরই মধ্যে মানবতার অন্য নাম হিসেবেও পরিচিতি পেয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী বি. খন্দকার। তার এই সংস্থাটি এখন বাংলাদেশেও কাজ শুরু করেছে। বাংলাদেশের অনেক তারকাও যুক্ত হয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ফ্যাশন মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। এরপর যুক্ত হয়েছেন চিত্র নায়িকা পপি। এবার আন্তর্জাতিভাবে আরও কিছু তারকা যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বি. খন্দকার। তিনি বলেন, ১ মে থেকে ইউজিবি দশ হাজার লোকের ইফতারি, দুই হাজার পরিবারকে ত্রাণ এবং পাঁচশত ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করেছি। শুরুতে আমি একা থাকলেও অনেকে এখন আমার সাথে সংযুক্ত হচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশের তারকাও এর সাথে কাজ করছেন। আমার সঙ্গে এরই মধ্যে আন্তর্জাতিক বেশ কয়েকজন তারকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। অচিরেই তারা ইউজিবির সাথে যুক্ত হবেন। পুরোপুরি চুক্তি হলেই আনুষ্ঠানিকভাবে জানাব। শুধু তাই নয়; বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীও ইউজিবির সাথে কাজ করছেন।'