মডেল-অভিনেত্রী ও উপস্থাপক রাফিয়াথ রশীদ মিথিলা কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন। বিশেষ করে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলেও নেটিজেনদের এক অংশ ব্যস্ত হয়ে পড়ে তাকে কটূক্তি করতে। বিয়ের পর এত বেশি কটূক্তি করা হয় তাকে নিয়ে, শেষ পর্যন্ত আদালত থেকে আদেশ দেওয়া হয় মিথিলার বিয়ে নিয়ে কোনো মন্তব্য না করার জন্য। কিন্তু আদালতের আদেশের পর কিছুদিন বন্ধ থাকলেও পরবর্তীতে ফের শুরু হয় তাকে নিয়ে নানা রকম উল্টা-পাল্টা ও রসালো মন্তব্য। শেষমেষ ভক্ত ও নেটিজেনদের উপর বিরক্ত হয়ে সমালোচনার পথ বন্ধ করলেন মিথিলা। নিন্দুকের বিড়ম্বনা ঠেকাতে সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইন্সটাগ্রামের পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। তাই এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ মিথিলাকে নিয়ে আর 'কমেন্ট' করতে পারবে না।
শুধু মিথিলাই নয়, আরও কয়েকজন তারকা আগেই মিথিলার পথে হেঁটেছেন। কেউ যেন বাজে মন্তব্য না করতে পারেন, এই জন্য বন্ধ করে রেখেছেন কমেন্ট অপশন। কমেন্ট অপশন বন্ধ করলেও আগের মতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আছেন মিথিলা। সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন মিথিলা। করোনার কারণে অনেকদিন ধরে দূরে আছেন তারা। এই সময় পুরানো দিনের টুকরো স্মৃতিগুলো মনে করে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd