জন্মদিনেও মন ভালো নেই জয়ার

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জয়া আহসান
মনটা ভালো নেই দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। করোনা মহামারিতে একের পর এক নেতিবাচক খবরের সঙ্গে সোমবার লঞ্চ ডুবিতে ৩১ জনের মৃতু্য; কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এর মধ্যেই মঙ্গলবার সকালে হাতে এলো আটাইশ হাজার পাঁচশত টাকার ভুতুড়ে বিদু্যৎবিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেলে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন জয়া। অথচ আজ জয়ার জন্মদিন। কিন্তু জন্মদিন নিয়ে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই দুই বাংলার প্রতিশ্রম্নতিশীল এ অভিনেত্রীর। অসুস্থ এই পৃথিবীতে এবার ঘটা করে জন্মদিন পালন হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। জয়ার ভাষ্যমতে, 'চারিদিকে যে অবস্থা, এর মধ্যে নিজের জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাই নেই। তবে হঁ্যা, এর আগে বেশ কয়েকটি জন্মদিনে আমি আমার পরিবারের কাছে থাকতে পারিনি শুটিং থাকার কারণে। এ বছর জন্মদিনটা আম্মুর সঙ্গে থাকতে পারছি, পরিবারের কাছে থাকতে পারছি, এটা একটা বড় প্রাপ্তি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।' অবসরে অবসাদগ্রস্ত জয়া মঙ্গলবার দুপুরে ফেসবুকে লিখেন, 'বুড়িগঙ্গায় আবার লঞ্চ ডুবি; আহা, নদীর তলায় কত স্বপ্নের জীবন্ত সমাধি হলো। প্রত্যেকের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আরও কত কত মানুষের জীবন। খবরে এসব পড়ছি আর চোখ অশ্রম্নতে ভরে আসছে। এক যুবক একা বেঁচে আছে, মৃতু্য হয়েছে পরিবারের বাকি সবার। প্রত্যেকটা ঘটনা এত কষ্টের যে পড়াও যায় না। মানুষের জীবনকে কি আমরা এতটাই মূল্যহীন করে ফেললাম?' জয়া এমনিতেই আবেগপ্রবণ। একটু এদিক সেদিক হলেই অঝোরে কাঁদেন। এমনকি অভুক্ত রাস্তার কুকুরের জন্যও রান্না করে খাবার হাতে বেরিয়ে পড়েন। কার্যত তার কাছে এমন অমানবিক ঘটনা শোনা একটু বেশিই কঠিন। অপরদিকে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় প্রায় হাফ ডজন সিনেমা। করোনার কারণে শেষ মুহূর্তে এসে ছবিগুলো মুক্তির তারিখ পেছায়। এ বিষয়ে জয়া আহসান জানান, 'কলকাতায় প্রায় শেষ হয়ে আছে কৌশিক গাঙ্গুলীর 'অর্ধাঙ্গিনী', সায়ন্ত মুখোপাধ্যায়ের 'ঝরা পালক' ও সৌকর্য্য ঘোষালের 'ভূতপরী'। আর বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত 'পেয়ারার সুবাস' ও মাহমুদ দিদার পরিচালিত 'বিউটি সার্কাস' সিনেমার কাজও প্রায় শেষ হয়ে আছে। এই দুটি সিনেমাও করোনার কারণে আটকে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুটি সিনেমাও হয়তো এরই মধ্যে দর্শক দেখতে পেতেন। কিন্তু জয়া আহসান অভিনীত এই পাঁচটি সিনেমারই মুক্তি আপাতত অনিশ্চিত রয়েছে। জয়া আহসান আরও বলেন, 'অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূতপরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস প্রত্যেকটি সিনেমার গল্প অন্যরকম, অসাধারণ। দর্শক সিনেমার পর্দায় আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এই সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি সিনেমাতেই আমার চরিত্রের ভিন্নতা খুঁজে পাবেন। কিন্তু সারা বিশ্বই এখন করোনা পরিস্থিতির কারণে থমকে আছে। যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার সেখানে আসলে সিনেমা মুক্তির কথা অনেক দূরের বিষয়। করোনার এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সবাই মিলেমিশে করোনা'র এই ক্রান্তিকালটা ধৈর্য ধরে পার করতে হবে। মানুষকে আগে সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে। তারপর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।' সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত 'কণ্ঠ' ও অতনু ঘোষের 'রবিবার' সিনেমাতে জয়া আহসানের অভিনয় বেশ প্রশংসিত হয় দুই বাংলায়।