ফেসবুক বিড়ম্বনায় পপি

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
পপি
এই তো কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না চিত্রনায়িকা পপি। সহকর্মী ও কাছের মানুষদের অনুরোধেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তিনি। তার একাউন্টে অন্যান্য তারকাদের মতো বন্ধু কিংবা ফলোয়ারও নেই তেমন। গত তিন মাসেরও বেশি সময় ধরে তিনি নিজ এলাকা খুলনাতে রয়েছেন। বর্তমানের এই করোনা সময়ে ফেসবুকেই সময় কাটাচ্ছেন তিনি। তবে এই ফেসবুক নিয়েই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। অসংখ্য আইডি পপির নাম ও ছবি দিয়ে খোলা হয়েছে। এতে অনেকটা ক্ষুব্ধও তিনি। সেসবের মাধ্যমে ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন উলেস্নখ করে পপি বলেন, 'আমি সবাইকে সতর্কবার্তা ফেসবুকে দিয়েছি। আমার নামে অসংখ্য ফেসবুক আইডি ও পেজ খোলা হয়েছে। সেসব আইডি থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাও হয়তো ঘটছে। কিছু কিছু কানেও এসেছে আমার। আমি পরিষ্কার করে বলতে চাই এই একটি আইডিই কেবল আমার। বাকি আইডি ও পেজের বিরুদ্ধে রিপোর্ট করুন। যদি তাতেও কাজ না হয় আমি আইনের আশ্র্রয় নিতে বাধ্য হব। কারণ এটা আমার জন্য বিব্রতকর। আমি চাই না আমার কোনো ভক্ত-দর্শক বিভ্রান্ত কিংবা প্রতারিত হোক।' এদিকে করোনা নিয়েও আতঙ্কের কথা জানান পপি। সাম্প্রতিক সময়ে তার পাশের বাসায় করোনা শনাক্ত হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, 'আব্বু-আম্মুসহ আমাদের পরিবারে বয়স্ক মানুষজন রয়েছেন। তাদের নিয়েই বেশি চিন্তা হচ্ছে। আমরা সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন। এদিকে চলতি সময়ে সিনেমা নিয়ে পপি বলেন, আসলে করোনা সবকিছু উলট-পালট করে দিয়েছে। আমারও শুটিং শুরুর কথা ছিল নতুন ছবির। কিন্তু সেটা হচ্ছে না। এই তিন মাসে অনেক পিছিয়ে গেছে প্রতিটি ইন্ডাস্ট্রি। সিনেমাও বাদ যায়নি। তবে করোনা পরিস্থিতি ঠিক হলে সবার সহযোগিতায় আবার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা রাখি।'