প্রথমবার অনুদানের ছবিতে তিশা!

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
নুসরাত ইমরোজ তিশা
দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এবার প্রথমবারের মতো সরকারি অনুদানের চলচ্চিত্রে কাজ করা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১৯-২০ অর্থবছরে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'আশীর্বাদ' ছবিটি সরকারি অনুদান পেয়েছে। আর এ ছবির জন্য নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও তিশার নামই উঠে আসছে বারবার। দুই অভিনেত্রীর মধ্যে তিশাকেই উপযুক্ত মনে করা হচ্ছে। কারণ তিশা এর আগে বহু বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এর আগে তিশা প্রতিবন্ধী শিশুদের জীবনযাপন এবং তাদের অলিম্পিক যাত্রা নিয়ে 'অস্তিত্ব' ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এই ছবির মাধ্যমেই বাণিজ্যিক ছবিতে অভিষেক হয়েছিল তিশার। অনুদানের 'আশীর্বাদ' ছবিতে তিশাকে নিয়ে পরিচালক স্পষ্ট করে কিছু বলতে না চাইলেও একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবিতে তিশাই অভিনয় করতে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ ও অটিজম শিশুর গল্পের এ ছবিটি প্রযোজনা করবেন জেনিফার ফেরদৌস। সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদের পরেই শুরু হবে এ ছবির শুটিং। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া ৯ মাসের মধ্যেই শুটিং শেষ করতে চান পরিচালক। এ জন্য ছবিটির প্রাথমিক কাজও শুরু হয়েছে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানান, এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি সিনেমাটির জন্য। তবে অনুদানের জন্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগিরই জানা যাবে কে হচ্ছেন এই ছবির নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক বলেন, 'আমরা প্রাথমিকভাবে তিশা ও মিমের নাম মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তবে তারা এখনো চূড়ান্ত নন। আমরা চাইলে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরিবর্তন করতে পারব। সিনেমাটি নিয়ে আলোচনায় বসবো আমরা। এর পর চূড়ান্ত হবে সিনেমার কলাকুশলীদের নাম।' এ নিয়ে অভিনেত্রী তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। বলেন, 'এ নিয়ে আমি কিছু জানি না। সময় হলেই সব জানতে পারবেন।' ছবিটির শুটিং শুরুর বিষয়ে পরিচালক বলেন, 'আশীর্বাদ' সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদুল আজহার পর শুটিং শুরু করব। এর আগে শিল্পী বাছাই করতে চাই।' সর্বশেষ 'জান্নাত' সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মোস্তাফিজুর রহমান মানিক। আগে দুই নয়নের আলো', 'মন ছুয়েছে মন', 'মা আমার চোখের মণি', 'কিছু আশা কিছু ভালোবাসা', 'এমনও তো প্রেম হয়' সিনেমা নির্মাণ করেছেন তিনি।