সা ক্ষা ৎ কা র

অনেকের ধারণা, আমি শুধু হাসির নাটক করি

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ছোট পর্দার প্রিয় মুখ। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকলেও এখনই কাজে ফিরতে চাইছেন না এ অভিনেতা। শুটিংয়ে ফেরা ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সিদ্দিকুর রহমান সিদ্দিক
সন্তোষজনক নয়... সে অর্থে এখনো কাজ শুরু করিনি। তবে এর মধ্যে একটি কাজ সম্পন্ন করেছি। এটিও করার ইচ্ছে ছিল না। তবে একটি চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এই কাজটি করতে হয়েছে। কারণ তারা আমাকে আগেই টাকা দিয়ে রেখেছিল। তাছাড়া অন্যান্য কাজ আপাতত করছি না। কারণ করোনা পরিস্থিতি আমার কাছে এখনো সন্তোষজনক মনে হচ্ছে না। বন্ধ রেখেছি... নাটক পরিচালনা ও প্রযোজনার কার্যক্রমও বন্ধ রেখেছি। মোদ্দা কথা পুরো পরিস্থিতিটাকে আমি পর্যবেক্ষণ করছি। তবে হাতে দুটি নাটকের চিত্রনাট্য হাতে রয়েছে। অভিনয় শিল্পীদের সঙ্গেও কথা বলে রেখেছি। এগুলো নির্মাণ করার ইচ্ছে আছে। ভুল ধারণা... অনেকেই মনে করে আমি কমেডি নাটক বেশি করি। এটা ভুল ধারণা। আমি অনেক বৈচিত্র্যপূর্ণ চরিত্রে কাজ করেছি। তার কোনোটার চরিত্র হাস্যরসাত্মক কোনোটার সিরিয়াস। তবে মানুষের যেটা ভালো লাগে সেটা নিয়েই আলোচনা করে। তবে আমি কিন্তু সব ধরনের চরিত্রেই কাজ করেছি। নির্ভর করছে পরিস্থিতির উপরে... এরই মধ্যে অনেকের সঙ্গে কথা হয়েছে। বেশ কিছু কাজের প্রস্তাব হাতে এসেছে। তবে আগেই বলেছি কাজ করা বা না করার বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার উপরে। যদি দেখি ঈদের আগেই কাজ করার মতো পরিবেশ তৈরি হয়েছে তাহলে কাজ শুরু করব।