সা ক্ষা ৎ কা র

রবীন্দ্র ও নজরুল সংগীত প্রকাশের পরিকল্পনা রয়েছে

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী ফাতিমা- তুয্-যাহ্‌রা ঐশী। খুব অল্প সময়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। ফোক ঘরানার গানে প্রশংসিত হলেও ভিন্ন ঘরানার গান করেও আলোচনার জন্ম দেন। সম্প্রতি এই শিল্পী নজরুল সংগীত গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০ | আপডেট: ০৪ জুলাই ২০২০, ১২:৩১

অনলাইন ডেস্ক
ফাতিমা-তুয্-যাহ্‌রা ঐশী

প্রথমবার নজরুল সংগীত... লকডাউনের এই সময়ে আমি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত নজরুল সংগীতের একটি কোর্সে অংশগ্রহণ করি অনলাইনে। শ্রদ্ধেয় সুজিত মুস্তফা স্যারের কাছে 'কথা কও, কও কথা' গানটি শিখেছি। এরপর ১ জুলাই রাতে গানটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছি। প্রকাশের পর থেকে গানটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। এর আগে বিভিন্ন আয়োজনে গাওয়া হলেও এই প্রথম আমার কণ্ঠে নজরুল সংগীত প্রকাশ হলো। নজরুল সংগীতের পরিকল্পনা... আমি সব ধরনের গানেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ফোক গান গাইতেই বেশি অনুরোধ করা হয়। কিন্তু আমি চেষ্টা করি অনুষ্ঠানগুলোতে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত পরিবেশন করতে। সময়-সুযোগ হলে বড় আয়োজনে রবীন্দ্র ও নজরুল সংগীত প্রকাশের পরিকল্পনা আছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান... গত মার্চে নিজের ইউটিউব চ্যানেল 'ঐশী এক্সপ্রেস'-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান প্রকাশ করেছি। ২০১২ সালে নিজের লেখা ও সুরে 'জন্মদিন বঙ্গবন্ধুর জন্মদিন' গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। থেমে নেই গানের চর্চা... 'জন্মদিন বঙ্গবন্ধুর জন্মদিন' গানটি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে 'কী করে বলো এতো ভালোবাসো', 'আলস্নাহু আলস্নাহু তুমি জালেস্ন জালালাহু', মা দিবসের 'মা'সহ কয়েকটি গান প্রকাশ করেছি। নিজের ইউটিউবের বাইরে সিএমভি থেকে 'মনের খবর', 'দম দাও', ও 'হৃদয়ের প্রসাধন' শিরোনামে তিনটি গান প্রকাশ হয়েছে। এছাড়াও অনুপম'র ইউটিউব চ্যানেলের জন্য 'কইওনা গো' গান করেছি। সচল হচ্ছে সংগীতাঙ্গন... লকডাউনেও কিন্তু গানের কাজ থেমে নেই। ঘরে বসেও শিল্পীরা গান নিয়ে কাজ করেছেন। নাটক-সিনেমার শুটিংয়ের মতো ধীরে ধীরে সংগীতাঙ্গনও সচল হচ্ছে। কনসার্ট সম্ভব না হলেও টিভি অনুষ্ঠান শুরু হয়েছে। রেকর্ডিং হচ্ছে। গত বৃহস্পতিবার রাতেও আমি মাই টিভিতে লাইভ করেছি রাত ৯টায়। আমার মতো অনেকেই টিভি অনুষ্ঠান করছেন। আমাদের চলমান থাকতে হবে। তবে সবাইকে সচেতন থাকতে হবে। \হ