মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেষমেশ শুটিংয়ে ফিরছেন চাহিদাসম্পন্ন তারকারা

বিনোদন রিপোর্ট
  ০৭ জুলাই ২০২০, ০০:০০

স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে শুরু হয়েছে ছোটপর্দার শুটিং। কেউ কেউ অভিনয়ে ফিরলেও বিরত ছিলেন সময়ের চাহিদাসম্পন্ন অনেক তারকা। যাদের ছাড়া টিভি নাটক প্রায় অচল, ঈদের এ মৌসুমে তাদের অপেক্ষায় ছিলেন নির্মাতারা। অবশেষে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন সে সব তারকা।

তিন মাস পর শুটিংয়ে ফিরেছেন টিভি নাটকের তুমুল আলোচিত অভিনেতা মোশাররফ করিম। ঈদের জন্য 'বড় লোকের বেটি' শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। মোশাররফ করিম অভিনীত 'বড় লোকের বেটি' নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এর বাইরে এই অভিনেতা রায়হান খানের 'উইশ' শিরোনামের একটি নাটকেরও শুটিংও করেন। এ ছাড়া খুব শিগগির একই নির্মাতার 'গিরগিটি' শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন তিনি। টানা প্রায় চার মাস ঘরবন্দি থাকার পর ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলতি মাসের মাঝামাঝি থেকে তিনি শুটিং শুরু করবেন বলে জানা গেছে। অপূর্ব বলেন, 'আর কতদিন এভাবে ঘরে বসে থাকব। আমরা তো কাজের মানুষ, আজ না হোক কাল কাজ তো করতেই হবে। তবে আগের মতো সব ধরনের কাজ করা যাবে না। যারা সঠিক নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গেই থাকব। এই মুহূর্তে সচেতনতার বিকল্প আর কিছু নেই।'

ঘরবন্দির পর শুটিংয়ে ফেরার তালিকায় নাম লেখালেন মেহজাবিন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে কাজ শুরু করছেন তিনি। চলতি সপ্তাহেই নাটকের শুটিং হবে। তবে নিয়মিত শুটিং করবেন কিনা সেটি এখনো নিশ্চিত করে বলতে পারেননি এ অভিনেত্রী। তিনি বলেন, 'আপাতত শুধু মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি। অনেকেই করোনার এ ভয়াবহ সময়ে স্বাস্'্যবিধি মেনে কাজ করছেন। আমিও স্বাস্'্যবিধি মেনেই নাটকের কাজ করব। একটি নাটক করার পর যদি বুঝতে পারি যে, স্বাস্'্যবিধি ভালোভাবে মেনেই কাজ করা হ"েছ, তাহলে হয়তো পরবর্তী সময়ে অন্য পরিচালকদের সিডিউল দেওয়া যেতে পারে। মূল কথা, একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই, এ সময়ে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনোরকম শঙ্কা কাজ না করে তাহলেই কাজে নিয়মিত হব।'

আপাতত শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সেই জায়গা থেকে সরে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এরই মধ্যে অভিনয়ে ফিরেছেন ঈদের একটি খন্ড নাটকে। নাম 'মুনিরা মঞ্জিল'। এজাজ মুন্না রচিত নাটকটি পরিচালনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন মুমতাহিনা টয়া ও শাওন দম্পতি। এস কে শুভ পরিচালিত 'পারমিশন' নামের ঈদের একটি নাটকে স্বামী অভিনেতা সাইদ জামান শাওনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন মুমতাহিনা টয়া।

টয়া বলেন, 'একটি শুটিং ইউনিটের সঙ্গে প্রায় ১০ থেকে ১৫ জন মানুষের উপার্জন জড়িত থাকে। শিল্পীর অভাবে অনেক নির্মাতা শুটিং করতে পারছেন না। ফলে এই মানুষের আয়ও বন্ধ হয়ে আছে। তাদের কথা ভেবেই আমি এবং আমার স্বামী পরামর্শ করে শুটিংয়ে ফিরেছি।' এ ছাড়া টয়া অংশ নিয়েছেন সরদার রোকন পরিচালিত 'বেসামাল' নাটকে। এতে তার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। শুটিংয়ে ফিরেছেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এসএম কামরুজ্জামান সাগরের নির্দেশনায় টেলিভিশন কাহিনিচিত্রতে 'বাবারা সব পারে' অভিনয়ের মধ্যদিয়ে ছন্দা বিরতির পর অভিনয়ে ফিরেছেন। গেল ২৫ ও ২৬ জুন ছন্দা কাহিনিচিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছন্দা জানান, চলতি মাসে তিনি অভিনয়ে একটু বেশিই নিয়মিত হবেন।

জাহিদ হাসান গত মাসেই শুটিংয়ে ফিরেছেন। ঈদের জন্য এখন পর্যন্ত তিনি ৪টি নাটকে অভিনয় করেছেন। ঈদের আর কিছু নাটকে অভিনয় করবেন তিনি। দীর্ঘদিনের বিরতি ভেঙে এবার ঈদের জন্য একটি একক নাটক পরিচালনা করবেন এ অভিনেতা। জাকির হোসেন উজ্জ্বলের লেখা এ নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও জাহিদ হাসানকে দেখা যাবে। এরমধ্যে ঈদের বিশেষ ধারাবাহিক 'বনে ভোজন' নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তারিন জাহান। নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। তারিন জাহান বলেন, 'সকল ধরনের স্বাস্'্যবিধি মেনেই শুটিংয়ে অংশ নিয়েছি। এর ছাড়া সবাই নিজের পক্ষ থেকেও পর্যাপ্ত সতর্ক আছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105031 and publish = 1 order by id desc limit 3' at line 1