অভিনয় জীবনের শুরু থেকেই জাকিয়া বারী মমকে ভালো ভালো গল্পের নাটক/টেলিফিল্মে অভিনয়ের জন্য তার মা ফোন দিয়ে অনুপ্রাণিত করতেন, অভিনয়ের প্রশংসা করতেন। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে মায়ের কাছ থেকে পেশাগত কাজের ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া কিংবা কোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা আসা যেন অনেকটাই কমে যায়। কিন্তু চলতি সপ্তাহে এনটিভিতে চয়নিকা চৌধুরীর ৪০০'তম নাটক 'গল্প নয়' প্রচারের পর সেই নাটকটি মম'র মা দেখেন। সঙ্গে তার বাবাও নাটকটি উপভোগ করেন। নাটকটির গল্প এবং এতে মম'র অভিনয়ে ভীষণ আবেগি হয়ে উঠেছিলেন মম'র মা। মায়ের কাছ থেকে 'গল্প নয়' নাটকে অভিনয়ের জন্য প্রশংসা শুনে মম প্রায় কেঁদেই ফেলেছিলেন। মম বলেন, 'সত্যি বলতে কী আগে আম্মু আমার প্রায় প্রতিটি কাজই দেখার চেষ্টা করতেন। আব্বুও ঠিক তাই। কিন্তু এখন গল্পে ভিন্নতা না থাকায় আম্মু নাটক দেখার প্রতি তেমন আগ্রহ পান না। যে কারণে আম্মু ফোন করলেও জীবনের গল্প নিয়ে কথা হলেও নাটক বা অভিনয় সংক্রান্ত তেমন কোনো কথাই হয় না। কিন্তু গল্প নয় নাটকটি প্রচারের পর আম্মু আমাকে ফোন করে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। অনেকদিন পর আমার অভিনীত নাটক তাকে ভীষণ আবেগি করে তুলেছিল। আব্বুও নাটকটি প্রসঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন। আম্মু আর আব্বুর কাছ থেকে দীর্ঘদিন পর কোনো নাটকের ব্যাপারে এতটা ভালো লাগার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ চয়নিকা দিদি'কে আমাকে এমন সময়ে এমন অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd