চটেছেন শিল্পা শেঠি

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
শিল্পা শেঠি
লক্ষ্নৌতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নাম করে জালিয়াতি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এতে ভীষণ চটেছেন শিল্পা। শিগগিরই আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন এ তারকা। এরই মধ্যে মুম্বাইয়ের আয়োসিস স্পা এবং ওয়েলনেস কোম্পানির এমডি কিরণ বাওয়া ও পরিচালক বিনয় ভাসিনসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লক্ষ্নৌয়ের হজরতগঞ্জে মামলা দায়ের হয়েছে। দুজনের উপরেই অভিযোগ, শিল্পা শেঠিকে নিজেদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে অর্থ বিনিয়োগ করিয়েছেন। ব্যবসায়ী রোহিত বীর সিংয়ের অভিযোগ, কিরণ বাওয়া শিল্পা শেঠিকে নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে আকর্ষণীয় উপার্জনের লোভ দেখিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি দেন। তার প্রতিশ্রম্নতির ফাঁদে পড়ে কয়েক লাখ টাকা ওই কোম্পানিতে বিনিয়োগ করেন রোহিতবীর। পরে ব্যবসা ক্ষতির মুখে পড়লে কোম্পানির কর্মকর্তারা হুমকি দেন সেন্টার বন্ধ করে দেওয়া হবে। এই প্রসঙ্গে হজরতগঞ্জের এসিপি অভয় কুমার জানান, আয়োসিস স্পায়ের এমডি ও পরিচালকসহ অন্যদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। আপাতত তদন্তের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, ২০১৮-তে আয়োসিস স্পা ও ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার তাকে জানান হজরতগঞ্জে কোম্পানির ফ্র্যাঞ্চাইজি খোলা হয়েছে।