গান ছেড়ে অভিনয়েই ব্যস্ত ফারিণ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
তাসনিয়া ফারিণ
সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল রোজার ঈদেও তার অভিনীত নাটকগুলো প্রশংসা পেয়েছে। করোনার এই সময়ে ভয়াবহতাকে পাশ কাটিয়ে অনেকের মতো ফারিণও নাটকের কাজ শুরু করেছেন। ফারিণ এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষে শেষ করেছেন সোহেল আরমানের 'বিগ মিসটেক', ইমরাউল রাফাতের 'থ্রি নট থ্রি' ও মাহমুদুর রহমান হিমির 'ওল্ড টাউন লাভ' নাটকের। আগামী ঈদের পূর্বপর্যন্ত তিনি মিজানুর রহমান আরিয়ান, কাজল আরেফিন অমি, তানভীর আহমেদ'র নাটকের কাজ করবেন। এছাড়াও মোস্তফা কামাল রাজ'সহ আরও এক- দুজন নির্মাতার নাটকে অভিনয় করতে পারেন। করোনার এই ভয়াবহতার মধ্যেও শুটিংয়ে ফেরা প্রসঙ্গে ফারিণ বলেন, 'আমার আব্বু আম্মু চাচ্ছিলেন না এই ভয়াবহতার মধ্যে শুটিং করি। কিন্তু তাদের আমি কথা দিয়েছি যে প্রত্যেকটি নাটকের শুটিংয়ের ফাঁকে এক-দু'দিন গ্যাপ দিব। যাতে অসুস্থ না হয়ে ফিরি। বিগত তিন মাসেরও বেশি সময় আসলে বাসায় বসে থাকার কারণে শুটিংয়ের জন্য শরীরটা ফিট করতেও একটু সময় লাগবে। তবে এটা সত্যি শুটিংয়ে যাওয়ার সময় পথের অবস্থা দেখে মনে হয় না করোনার এই ভয়াবহতা বিরাজ করছে। অথচ কী ভয়াবহতার মধ্যেই আছি আমরা। সবাইকে আসলে সচেতন থাকতে হবে যার যার মতো। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করার চেষ্টা করা হচ্ছে।' ফারিণ যে খুউব ভালো গানও গাইতে পারেন সেটা লকডাউনে সবার জানা হয়ে গেছে। ছোটবেলায় তিনি প্রয়াত খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে তালিম নিয়েছেন। পরবর্তীতে নজরুল একাডেমি' থেকে উচ্চাঙ্গ সংগীত ও নজরুল সংগীতে চার বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।