সা ক্ষা ৎ কা র

সৃজিতের ওয়েব সিরিজ সম্পর্কে কিছুই জানেন না পূর্ণিমা

দেশীয় চলচ্চিত্রের আলোচিত তারকা দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমা। ১৯৯৭ সালে রুপালি পর্দায় তার অভিষেক হয়েছিল রাতের পূর্ণিমার মতোই। নায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে দারুণ সাফল্য পান পূর্ণিমা। সরকারি অনুদানের নতুন একটি ছবিতে ফের তাদের জুটি বাঁধার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে সম্প্রতি খবর রটেছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং পস্নাটফর্ম 'হইচই'র ব্যানারে কলকাতার সৃজিত মুখার্জি পূর্ণিমাকে নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। আজ এই অভিনেত্রীর জন্মদিন। নতুন কাজ, জন্মদিন ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন- মাসুদুর রহমান

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দিলারা হানিফ পূর্ণিমা
আজ জন্মদিনে... করোনার কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সবার মনেই একটা আতঙ্ক বিরাজ করছে কখন কী হয়। অনেকেই ঘরে বসেই নিরাপদ থাকার চেষ্টা করছেন। আবার অনেকেই জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। জীবন এখন দিন দিন যেন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গেই দিনটি কাটবে। সবার কাছে দোয়া চাই যেন আমার মা, আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি। আলস্নাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। এই সময়ে... আমার কাছে আগের মতোই মনে হচ্ছে। শুটিং না থাকলে আমি বাসাতেই সময় কাটাতে পছন্দ করি। তাই এই সময়টা আমার কাছে অসহ্য লাগছে না। বাসাতেই আছি। বাসার কাজ করার পাশাপাশি মেয়েকে বেশি সময় দিচ্ছি। এছাড়া চারপাশের খবরা-খবর রাখছি। সৃজিতের ওয়েব সিরিজে... খবর রটেছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং পস্নাটফর্ম 'হইচই'র ব্যানারে কলকাতার সৃজিত মুখার্জি একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন। এতে নায়িকা হিসেবে আমার কথা শোনা যাচ্ছে। আসলে সৃজিতের ওয়েব সিরিজের বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। তাই এ নিয়ে কিছু বলতে পারছি না। অনুদানের নতুন ছবিতে... ভালো লেগেছে এস এ অলিক তার নতুন সিনেমার জন্য সরকারি অনুদানে পেয়েছেন। তার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তবে, তার নতুন এ ছবিতে কারা অভিনয় করছেন, নায়ক-নায়িকা কারা থাকছেন তা আমি জানি না। ইতোমধ্যে রিয়াজ ও আমাকে নিয়ে খবর প্রকাশ হলেও এ বিষয়ে আমার সঙ্গে পরিচালকের কোনো কথা হয়নি। আসছে ঈদে... ঈদের নাটক-টেলিফিল্ম নিয়ে কয়েকজন নির্মাতা প্রস্তাব দিয়েছিলেন। তাদেরকে বিনয়ের সাথেই ফিরিয়ে দিয়েছি। কোনো অবস্থাতেই এই সময়টাতে শুটিং করা সম্ভব নয়। লকডাউন না থাকলেও স্বাভাবিক জীবন ফিরে আসেনি। প্রতিদিনই মৃতু্য ও আক্রান্ত হচ্ছে। অদূর ভবিষ্যতে... বিশ্বজুড়ে করোনার প্রভাব পড়েছে। এজন্য ক্ষতির প্রভাবটাও পড়ছে সর্বক্ষেত্রে। শুধু চলচ্চিত্রই নয়, সবদিকই লোকসান গুনছে। সময়ের ব্যবধানে আবার সবকিছু স্বাভাবিক হবে। চলচ্চিত্রও গতি ফিরে পাবে। তবে চলচ্চিত্রের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।