করোনায় প্রাণ গেল অভিনেতা স্বপন সিদ্দিকীর

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃতু্য হলো বাংলাদেশের কোনো অভিনেতার। স্বপন সিদ্দিকীর মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনতাসির মামুন সাজু। তিনি বলেন, বেশ কিছুদিন আগে স্বপন সিদ্দিকী ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আমরা সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রম্নতি দিচ্ছি। স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদি।