মৌসুমি হামিদের বস কল্যাণ কোরাইয়া। পাশাপাশি কল্যাণ তাকে খুব পছন্দও করে। হঠাৎ তাদের অফিসের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। জরুরি 'ও' নেগেটিভ রক্তের প্রয়োজন। দায়িত্ব পড়ে মৌসুমি হামিদের উপর। সে রক্ত খুঁজতে বের হলে রাস্তায় ধাক্কা লাগে নজরুল রাজের সঙ্গে। রাজের হাতে থাকা চাকরির ইন্টারভিউ ফাইলটি পড়ে যায়। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে 'প্রেমের জন্য পৃথিবী' শিরোনামের একটি ঈদের নাটকের দৃশ্যপট। সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন বিইউ শুভ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd