প্রথমবার ডিজিটাল পুরস্কার পেলেন জয়া

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জয়া আহসান
অভিনেত্রী জয়া আহসান অভিনয় ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। বাংলাদেশের গন্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই বাংলার প্রযোজক-পরিচালকরা যে কোনো চরিত্রের জন্য জয়ার ওপর ভরসা করেন। জয়াও অভিনয়গুণে সেই ভরসার মূল্য দিয়ে চলেছেন। অভিনয়ের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ জয়া পেয়েছেন বেশকিছু পুরস্কার। আর প্রশংসা তো পান সব সময়ই। এ অভিনেত্রীর প্রাপ্তির মুকুটে যুক্ত হলো নতুন আরও একটি পালক। কলকাতায় প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত ডিজিটাল পুরস্কার পেয়েছেন জয়া। 'কণ্ঠ' ছবিতে রমিলা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজে। গত কয়েকমাস ধরে বিশ্বজুড়ে চলা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনলাইনে প্রথমবারের মতো পুরস্কারের আয়োজন করে উইন্ডোজ প্রডাকশন হাউস। এর নাম 'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড'। পুরস্কারটির বিষয়ে জয়া আহসান বলেন, 'প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। 'কণ্ঠ'র রমিলা চরিত্রটা অসাধারণ। সবসময়ই এটি আমার কাছে স্মরণীয়। এই চরিত্রটির জন্যই তারা আমাকে 'ট্রেন্ডসেটিং পারফর্ম্যান্স অব দ্য ইয়ার' পুরস্কারটি দিয়েছে। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।' 'কণ্ঠ' ছবির চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, 'এখানে আমাকে দেখা যায়, স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসেও কথা বলছি। এই ভয়েসটা আসলে কাজে লাগে তাদের, যাদের কণ্ঠনালিতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয়। এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে।'