সা ক্ষা ৎ কা র

অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। শোবিজের প্রায় প্রতিটি শাখাতেই মেধার পরিচয় দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি নাট্য পরিচালনা, লেখালেখি ও সংগীত চর্চার সঙ্গেও তিনি জড়িত। আসছে কোরবানি ঈদে মুক্তি অপেক্ষায় রয়েছে ঈশিতার বিশেষ টেলিফিল্ম। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রুমানা রশীদ ঈশিতা
কাজে নেই... করোনাভাইরাস সেভাবে ভয়াবহ রূপ ধারণ করছে, এর মধ্যে আমার পক্ষে শুটিং করা সম্ভব নয়। করোনা মহামারির শুরু থেকেই আমি কোনো ধরনের কাজ করিনি। সবকিছু আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফরছি না, এটাই ফাইনাল। বর্তমান পরিস্থিতিতে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার সেটা একমাত্র বাসাতেই সম্ভব। শুটিং যাওয়া ঝুঁকিপূর্ণ। সর্ব শেষ কাজ... ফেব্রম্নয়ারিতে সর্বশেষ একটি টেলিফিল্মে কাজ করেছিলাম। 'কেন' শিরোনামের এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। টেলিফিল্মটি তখন করোনার কারণে প্রচার হয়নি। তবে এবার কোরবানির ঈদে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে। এরপর একটি ইউটিউব চ্যানেলেও প্রচার হতে পারে। চরিত্র ও গল্পের প্রয়োজনীয়তা... একজন অভিনয় শিল্পী হিসাবে অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি। অভিনয়ের প্রতি ভেতর থেকে এক ধরনের টান অনুভব করি। তবে গল্প ও চরিত্র নিয়ে আমি বেশ খুতখুতে। ভালো গল্প ও চরিত্র দেখে যেমন লোভ সামলাতে পারি না। তেমনি গল্প ও চরিত্র ভালো না লাগলে কাজে আগ্রহ পাই না। 'কেন' একটি রোমান্টিক গল্পের নাটক। হিমি অনেক যত্ন নিয়ে নিখটুতভাবে কেন'র গল্পটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমার চরিত্রেও দর্শক ভিন্নতা খুঁজে পাবেন আশা করছি। আশা করছি, ভালো লাগবে সবার কেন টেলিফিল্মটি। এটি রচনা করেছেন শহীদুজ্জামান শাওন। গানে গানে... গত বছর বেশ কিছু গানের প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলাম। প্রয়াত লাকী আখান্দের 'আবার এলো যে সন্ধ্যা' গানটি নতুন আমার ছেলে যাভীর সঙ্গে গেয়েছিলাম। গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। সর্বশেষ গেয়েছি 'আমার অভিমান' শিরোনামের একটি গান। এটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। গানটি প্রকাশ পেয়েছে গত বছর। কিন্তু গানটির জন্য এখনো বেশ সাড়া পাচ্ছি। এ ধরনের একটি গান এত সাড়া ফেলবে ভাবতে পারিনি। তাছাড়া আরও বেশ কিছু সচেতনাতা মূলক প্রজেক্টের সঙ্গে জড়িত আছি।