নিম্নআয়ের মানুষের পাশে মিলা

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
মিলা ইসলাম
করোনার পুরোটা সময়জুড়েই কাজহীন সময় কাটাচ্ছেন পপ তারকা মিলা ইসলাম। তবে গান নিয়ে ব্যস্ততা না থাকলেও বসে নেই তিনি। লকডাউনের পুরোটা সময়জুড়েই নিম্নআয়ের মানুষের সহযোগিতা করে আসছেন এ গায়িকা। করোনার এই দুঃসময়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ কাজটি করেছেন তিনি। এমন অবস্থায় মানসিক সাহস রাখার ও হতাশ না হওয়ার আবেদন জানিয়েছেন মিলা। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এমন আহ্বান জানান তিনি। মিলা বলেন, 'করোনা পরিস্থিতির প্রায় চার মাস হতে চললো। এ সময় বেশির ভাগ মানুষই ঘরবন্দি। ছাত্রছাত্রীরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। অনেকে চাকরি হারিয়েছেন। ব্যবসার অবস্থাও ভালো না। অন্যদিকে ঘরে থাকতে থাকতেও মানুষের মানসিক অবস্থা তেমন ভালো না। কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি এটা ঠিক। কিন্তু এ পরিস্থিতি সব সময় থাকবে না। নিশ্চয়ই আমরা এ খারাপ সময় কাটিয়ে উঠব। তবে এই সময়টায় হতাশ হওয়া যাবে না। আমি প্রবীণদের প্রতি অনুরোধ করছি, পিস্নজ সন্তানদের প্রতি এ সময়ে আরও সচেতন হোন। তাদের সময় দিন। প্রাণ খুলে কথা বলুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। একাকিত্ব যেন তাকে ঘিরে না ধরে। আবার তরুণদের প্রতি অনুরোধ পরিবারের সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। তাদের সঙ্গে মন খুলে কথা বলুন। গেমস খেলুন। একজন আরেকজনকে বুঝুন।' মিলা আরও বলেন, করোনার এই সময়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা সব থেকে জরুরি। তাই কোনো কিছু আটকে রাখবেন না। পরিবারের সঙ্গে না হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিজের কথা। আরেকটি কথা মাথায় রাখতে হবে। করোনা যতদিন পর্যন্ত চলবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। নিজের ও পরিবারের সুরক্ষা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে।