বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলিয়াকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক
  ১৫ জুলাই ২০২০, ০০:০০
আলিয়া ভাট

১৪ জুন থেকে গতকাল ১৪ জুলাই। ঠিক ১ মাস আগে আত্মহত্যা করেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর আত্মহত্যার পর থেকেই সুশান্ত ইসু্যতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বলিউড এবং টলিপাড়াও। বিবৃতি পাল্টা বিবৃতির পাশাপাশি প্রকাশ্য দ্বন্দ্ব সৃষ্টি হয়। হুমকি ও সংঘর্ষের ঘটনাও ঘটে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে। ঘটনার এক মাস পার হলেও উত্তাপ কমেনি এক বিন্দু। বরং ক্রমশ জলঘোলা হয়ে উঠছে সুশান্ত ইসু্যতে। বলিউডের বেশ কিছু তারকার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ নিয়ে সরব হচ্ছেন নেট জনতার একাংশ। সেই তালিকায় আছেন করণ জোহর, একতা কাপুর, যশ রাজ ফিল্মস, সালমন খান, সঞ্জয় লীলা বানশালিসহ অনেকে। তবে এ ইসু্যতে শুরু থেকেই বেশ উচ্চারিত হচ্ছে বলিউড নির্মাতা মহেশভাটের পরিবারের নাম। এতদিন মহেশভাট ও তার মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। নেট জনতার একাংশের আক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কমেন্ট অপশন লিমিটেড করে দেন আলিয়া। যদিও সুশান্তর মৃতু্য নিয়ে কোনো মন্তব্যই করতে দেখা যায়নি আলিয়াকে। বলতে গেলে নিজেকে বেশ অনেকটাই গুটিয়ে নিয়েছেন। তিনি যতই চুপ থাকুন না কেন। তার ওপর ক্রমশই নানা হুমকি আসছে। মামলার পর এবার ধর্ষণের হুমকি পেলেন আলিয়া। শুধু তাই নয়, রেহাই পেলেন না তার বড় বোন শাহিন ভাটও। এ রকম নানা হুমকিমূলক লেখা স্ক্রিনশট মেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহিন। তার জানান, নিজেদের সুশান্ত সিং রাজপুতের অনুগামী দাবি করে আলিয়াকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

তবে এসব নিয়েও আগের মতো আলিয়া কোনো মন্তব্য করেননি। কিন্তু আলিয়া চুপ করে থাকলেও মুখ খুলেছেন শাহিন। তিনি লেখেন, 'ভারতে প্রতি ১৫ মিনিটে একজন মহিলা ধর্ষিত হন। ৭০ শতাংশ মহিলা গার্হস্থ্য হিংসার শিকার। সেখানে আমাদের ওপর এ রকম আক্রমণে আপনি বিস্মিত? আমি নই।'

এখানেই থামেননি শাহিন। যারা ওই সব মেসেজ পাঠাচ্ছেন তাদের উদ্দেশে শাহিনের বক্তব্য, 'এর পরেও যদি এ রকম মেসেজ আমি পাই, তা হলে সবার আগে সেই ব্যক্তিকে বস্নক করে ইনস্টা কর্তৃপক্ষকে রিপোর্ট করব। প্রয়োজনে সেই ব্যক্তির নামও প্রকাশ্যে আনব। আইপি অ্যাড্রেস ট্র্যাক করা কিন্তু কঠিন কিছু নয়। আইনি পথে হাঁটব আমি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105847 and publish = 1 order by id desc limit 3' at line 1