একুশে টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে থ্রিলার গল্প নিয়ে নির্মিত মেগা ধারাবাহিক নাটক 'আদালত'। আশরাফ উল ইসলাম পিপিএম অভিনীত ও পরিচালিত এর পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল
এনটিভিতে আজ রাত ৯.৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ক্রাইসিস'। মোস্তফা কামাল রাজের গল্প ও নির্দেশনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রুনা খান
সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে হচ্ছে ধারাবাহিক নাটক 'টিপু সুলতান'। হিরন জামানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, আখম হাসান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, আল মামুন প্রমুখ
চ্যানেল আইতে আজ রাত সাড়ে ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার যৌথ খামার'। ধারাবাহিকটির রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন তানিক আনাম খান, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, চিত্রলেখা গুহ, সোহেল খান, ওয়াহিদা মলিস্নক জলি প্রমুখ
জি বাংলায় সপ্তাহের প্রতি সোম থেকে রোববার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মেগাসিরিয়াল 'গোয়েন্দা গিন্নি'। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রালী হালদার
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd