পরীমনির অন্যরকম ঈদ

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
পরীমনি
নিজের পরিবারের পাশাপাশি চিত্রজগতের অন্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভালোবাসেন চিত্রনায়িকা পরীমনি। তাই অসচ্ছল শিল্পীদের জন্য ২০১৬ সাল থেকে এফডিসিতে প্রতিবছর কোরবানি দিয়ে আসছেন তিনি। প্রথম বছর একটি, পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কুরবানি দিলেও সর্বশেষ গত বছর চারটি গরু কুরবানি দিয়েছিলেন পরী। এবারে পাঁচটি গরু কোরবানি দিবেন তিনি। পরীমনি বলেন, 'এফডিসির মানুষগুলোর সঙ্গে বছরের সবচেয়ে বেশি সময় কাটে। তারা আমার সহকর্মী, সবচেয়ে প্রিয়মানুষ। তাদের সঙ্গে এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। গত কয়েক বছর ধরেই এফডিসিতে কুরবানি দিয়ে আসছি, এবারও দেব। এবার ঈদের নামাজের পর এফডিসিতে পাঁচটি গরু কোরবানি কোরবানি করা হবে।' পরীমণি বলেন, 'মহামারী করোনা ভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তবে, সকল নির্দেশনা ও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কুরবানি দেব।' সবার কাছে দোয়া চেয়ে পরীমনি বলেন, 'এফডিসিতে কুরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কুরবানি দেব। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকবে না ইনশাআলস্নাহ্‌।' পরীমনি অভিনীত চয়নিকা চৌধুরীর সিনেমা 'বিশ্বসুন্দরী' মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এছাড়াও, 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' নামের একটি ছবিতে কাজ করছেন তিনি। সরকারি অনুদানের 'মুখোশ' নামের নতুন একটি ছবিতে অভিনয় জন্য চুক্তিবন্ধ হয়েছেন এই নায়িকা।