ঈদের টিভি অনুষ্ঠান

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনার এই দুর্যোগ সময়েও এবারের ঈদকে ঘিরে আগের মতোই সাত থেকে দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল। বরাবরের মতো এবারও বড় একটা অংশে থাকছে নাটকের আধিক্য। এছাড়া প্রচার হবে টেলিফিল্ম, সিনেমা, ম্যাগাজিন ও সংগীতানুষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঈদের পরদিন রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ঈদের নাটক 'কথা শুনতে হবে'। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, ম আ সালাম, আকাশ আহমেদ, স্মরণ সাহা, লুবনা প্রমুখ। ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৯.২০ মিনিটে প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক নাটক 'নসু ভিলেন আসল ভিলেন'। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অপর্ণা, আরফান আহমেদ, আখম হাসান, শাহানাজ খুশি, ফজলুর রহমান বাবুসহ অনেকে। তৃতীয় দিন রাত ৮.২০ মিনিটে প্রচার হবে বিশেষ সিচুয়েশনাল কমেডি 'মুনিরা মঞ্জিল'। এজাজ মুননা'র রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান মিলন। অভিনয় করেছেন আমিরুল ইসলাম চৌধুরী, মুনিরা মিঠু, আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম প্রমুখ। বাংলাভিশনে প্রথম দিন হতে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক চড়া তালুকদার। ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। 'ক্রিস্টালের রাজহাঁস' নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটক 'ধাঁধার থেকেও জটিল তুমি'। রচনা সারওয়াত রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। ঈদের তৃতীয় দিন ৭টা ৪০ মিনিটে শৌর্য দীপ্ত সূর্যের রচনা সোহেল রানার পরিচালনায় প্রচার হবে নাটক 'বংশপ্রদীপ'। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। সাতদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে একুশে টেলিভিশন। ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটকটি 'বিবাহ বিভ্রাট'। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পায়েলসহ আরও অনেকে। ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক 'ডলার'। অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারজানা রিক্তা, সফিক খান দিলুসহ আরও অনেকে। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক 'হ্যালোজেনেশন'। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, অহনা, প্রাণ রায়সহ আরও অনেকে।