সমালোচনার জবাব দিলেন নুসরাত জাহান

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
নুসরাত জাহান
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতু্যর ঘটনা নিয়ে হামলা মামলা ও মুখরোচক সংবাদের শেষ নেই। আজ এই ঘটনার উন্মোচন, তো কাল আরেকটা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কূট মন্তব্য চলছেই। এবার এর সঙ্গে যোগ হয়েছে বাঙালি মেয়েদের অপমান করা। আর এসবের বিরুদ্ধেই মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। মূলত সুশান্তের মৃতু্যর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম করে বাঙালি মেয়েদের অপমান করছেন নেটিজেনদের একাংশ। তাদের অভিযোগ, মাছ, মাংস খেয়ে বাঙালি মেয়েরা অর্থবান ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। বাংলা সংস্কৃতি ও বাঙালি মেয়েদের নিয়ে এমন অভিযোগের বিরুদ্ধে নুসরাত বলেন, 'যারা আইন এবং মানবিকতার বিরুদ্ধে যাবে তাদের আমি সমর্থন করি না। আমি নিশ্চিত, প্রশাসন তার নিজের কাজ করছে। আসল সত্যি শিগগিরই সামনে আসবে। কিন্তু, কোনওভাবে আমার সংস্কৃতি নিয়ে কটূ কথা বরদাস্ত করব না। আমি বাঙালি হিসেবে গর্বিত।' তিনি আরও বলেন 'আমরা বাঙালি মেয়েরা ভালো রান্না করেও মন জয় করতে পারি। স্বার্থসিদ্ধির জন্য একটা অংশের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন! আপনারা বোধ হয় এখনও মাছ, মসলা, মিষ্টি চেখে দেখেননি!' নুসরাত জাহানের সঙ্গে গলা মিলিয়েছেন আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে এ অভিনেত্রী লিখেন, 'বাঙালি মেয়েরা মাছ ধরে, তাদের কাঁটা ছাড়িয়ে ক্রমাগত হজম করে নেয়। আর আমি তো রুই বা ভেটকি ভালোবাসি। এরপর সরষের তেলে ভালো করে ভেজে গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি। বাঙালি মেয়েরা কেউ আছ? আমার সঙ্গে যোগ দিতে চাও?' উলেস্নখ্য, স্বস্তিকা সুশান্তের সঙ্গে দুটো ছবিতে অভিনয় করেছেন। এমনকি, অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'তেও দেখা গিয়েছে স্বস্তিকাকে।