করোনায় আক্রান্ত রামেন্দু মজুমদার দম্পতি

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার
কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার ও তার স্ত্রী ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করে রামেন্দু মজুমদার জানান, 'তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন। গত ১৮ জুলাই ফেরদৌসী মজুমদারের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর ২৮ জুলাই আমার করোনা পজিটিভ আসে।' খ্যাতিমান এই অভিনেতা আরও বলেন, 'মানুষের ভালোবাসা ও নিজেদের শক্ত মনোবল নিয়ে ভালো হয়ে যাব এতটুকু বিশ্বাস আমাদের আছে। ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আছি এবং সব স্বাস্থ্যবিধি মেনে চলছি। এখনও আমরা মোটামুটি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি।' স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের মঞ্চনাটককে যারা নিজ হাতে গড়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন তাদের মধ্যে রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার অন্যতম। এক কথায় তারা বাংলা মঞ্চনাটকের পথিকৃৎ। রামেন্দু মজুমদারকে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তাছাড়া ইউনেস্কোর অধীনে আন্তর্জাতিক নাট্য সংগঠন 'ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট'-এর সভাপতি হিসেবে পর পর দুইবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটির সম্মানিত সভাপতির পদে রয়েছেন তিনি। অভিনয়কলায় অবদানের জন্য তার স্ত্রী ফেরদৌসী মজুমদারও একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।