হাফ ডজন ছবি নিয়ে ফিরছেন দীপিকা

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
দীপিকা পাড়ুকোন
বলিউডের প্রথম সারির চাহিদাসম্পন্ন নায়িকা দীপিকা পাড়ুকোন। শুধু গস্নামার নয়, অভিনয়ের জোরেই সাম্রাজ্য বিস্তার করছেন বলিপাড়ায়। শিগগিরই রণবীর সিংয়ের সঙ্গে তার ছবি '৮৩' মুক্তি পাবে। এছাড়া আরও পাঁচটি ছবি হাতে রয়েছে 'ছপাক'খ্যাত এই অভিনেত্রীর। তবে '৮৩' ছবিটি নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। কারণ, বিয়ের পর এ প্রথম রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তাও আবার স্বামী-স্ত্রীর ভূমিকাতেই। কবির খান পরিচালিত ৮৩ ছবিতে রণবীর সিংকে দেখা যাবে কপিল দেবের ভূমিকায়। আর তার স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। পরিচালক শকুন বত্রার পরবর্তী ছবিতেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তার সঙ্গে থাকবে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডে। লকডাউনের কারণে শুটিং আটকে পড়া এ ছবিটি আধুনিক জীবনে সম্পর্কের সমীকরণ নিয়েই তৈরি। মুম্বাই মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, 'শকুনের ছবির বড় ফ্যান আমি। দুই দম্পতির জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি এ ছবি। বহুদিন ধরেই এমন ধরনের কাজ করার ইচ্ছে ছিল।' এদিকে মহাভারত নিয়ে নির্মিতব্য একটি ছবিতে দ্রৌপদীর চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকান। এতদিন এ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও স্বয়ং দীপিকাই জানালেন দ্রৌপদীর চরিত্রে তার অভিনয় করার কথা। দীপিকা বলেন, 'আমি ভীষণ থ্রিলড। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিশ্বাস করি এ চরিত্র আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র হতে চলেছে। মহাভারতের নানা গল্প কাহিনি, জীবনের নানা শিক্ষা এতদিন পুরুষের দৃষ্টিভঙ্গিতে বলা হয়ে এসেছে। সেই ভাবনা বদলে একজন নারীর চোখ দিয়ে মহাভারতকে দেখানো এক নতুন দিগন্ত খুলে দেবে।' অপরদিকে প্রথমবারের মতো তামিল ছবিতেও অভিনয় করছেন দীপিকা। এতে সুপারস্টার প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। ছবিটির পরিচালক অশ্বিন নাগ। হলিউডের জনপ্রিয় ছবি দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকেও কাজ করার কথা ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। শকুন বত্রার ছবির শুটিং শেষ হলেই এ ছবির কাজ শুরু করবেন তিনি। এ ছবিতে ৭০ বছর বয়সি এক বিপত্নীকের গল্প বলা হবে যিনি অবসর জীবনে হাঁপিয়ে ওঠে একটি ওয়েবসাইটে ইন্টার্ন হিসেবে যোগ দেন। এ ছবিতে ঋষি কাপুরের অভিনয় করার কথা ছিল। তবে তার মৃতু্যতে এ চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। ২০২১ সালে এ ছবিটি মুক্তি পাওয়ার কথা।