সা ক্ষা ৎ কা র

করোনার মধ্যে পরিচিতের বাইরে কাজ করিনি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোট ও বড় পর্দায় সমান আদৃত এই লাক্স তারকা। মুক্তির অপেক্ষায় তার একাধিক চলচ্চিত্র। প্রথমবারের মতো হিন্দি ভাষায় নির্মিত একটি ছবিও রয়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে ঈদের আগ মুহূর্তে ফিরেছেন কাজে। সেরেছেন বেশকিছু নাটকের কাজ। যদিও করোনাকালীন কাজে ফেরা মোটেই সহজ ছিল না। সেসব নিয়েই কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জাকিয়া বারী মম
বিশেষ অনুরোধে করেছি... এবার ঈদে তিনটি নতুন নাটক প্রচারিত হয়েছে আমার। আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক 'মুনিরা মঞ্জিল', সকাল আহমেদ পরিচালিত 'বক্কর এখন ব্যাংকার' এবং হাবীব শাকিল পরিচালিত 'ঈদের ডায়েট' শিরোনামের নাটক তিনটি একদমই শেষ মুহূর্তে করা। এতো নাটকে কাজ করার একটিই কারণ করোনাভাইরাস। সংক্রমণ ঝুঁকি থাকায় কাজ করব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে শেষ মুহূর্তে কাছের কয়েকজনের বিশেষ অনুরোধে এই কাজগুলো করেছি। বেশির ভাগই ফিরিয়ে দিয়েছি... রোজার ঈদেতো কেউ সেভাবে কাজ করতে পারেনি। এবার কোরবানির ঈদে অনেকেই নাটক নির্মাণ করেছেন। আমাদের অনেক সহশিল্পী নাটকে অভিনয় করেছেন। আমার কাছেও অনেক নাটকে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি বেশির ভাগ নাটকেরই কাজ না করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে, করোনার মধ্যে এত বেশি নাটকে কাজ করা ঝুঁকিপূর্ণ। তাই করোনার মধ্যে পরিচিতদের বাইরে অন্য কারোর সঙ্গে কাজ করিনি। তাছাড়া করোনার মধ্যে অপরিচিত শুটিং হাউসে নিজেকে মানিয়ে নেওয়া প্রায় অসম্ভব। তাই মুনিরা মঞ্জিল, বক্কর এখন ব্যাংকার এবং ঈদের ডায়েট নাটকেই কাজ করেছি। এরই মধ্যে নাটকগুলো প্রচারও হয়েছে তিনটি ভিন্ন চ্যানেলে। তিনটি নাটকেই অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি।' কয়েকজনকে কথা দিয়েছি... আগামী ১৫ আগস্ট থেকে জুবায়ের ইবনে বকরের নির্দেশনায় নতুন একটি নাটকের কাজ করার কথা রয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে কথা দিয়েছি কাজ করব বলে। সবকিছু দেখেশুনেই কাজে ফিরতে হচ্ছে। আটকে আছে বেশকিছু কাজ করোনার কারণে বেশকিছু কাজ আটকে আছে। তার মধ্যে চলচ্চিত্রের কাজই বেশি। ইমনের সঙ্গে বিগ বাজেটের 'কানামাছি'সহ আরও কয়েকটি ছবি আটকে আছে। যদিও করোনা শুরু হওয়ার আগেই ইমনের সঙ্গে আরও একটি কাজ সম্পন্ন করেছি। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আরও তিন-চারটি ছবি।