করোনা জয়ে উচ্ছ্বসিত তমা মির্জা

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
তমা মির্জা
প্রায় একমাস করোনার সঙ্গে যুদ্ধ করার পর পরিবারসহ সুস্থ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। বৃহস্পতিবার তমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এর কয়েকদিন আগেই তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরাও করোনামুক্ত হয়েছেন। পরিবারসহ করোনা জয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তমা বলেন, 'সবার দোয়ায় আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে কিছুটা কাশি ও শ্বাসকষ্ট এখনো আছে। আমার চিকিৎসক জানিয়েছেন, আমি সুস্থ। তবে রোগের কিছু লক্ষণ রয়ে যেতেই পারে। এ নিয়ে চিন্তার কিছু নেই।' এদিকে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি অসুস্থ হন। পরে নমুনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে তার। ঢাকার বাসাতেই আইসোলেশনে চলে যান তিনি। চিকিৎসা নেন বাড়িতেই। ১১ জুলাই তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমার। বিয়ের পরও নিয়মিত শোবিজে কাজ করে চলেছেন এই নায়িকা। বর্তমানে দেশ টিভিতে 'তমার প্রিয়তমা' নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তমা মির্জা। এ অনুষ্ঠানে সেলিব্রিটিদের মুখোমুখি হন তিনি। প্রসঙ্গত, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত 'বলো না তুমি আমার' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রাশ ঘটে তমা মির্জার। 'মনে প্রাণে আছো তুমি', 'পালাবার পথ নেই', 'মানিক রতন দুই ভাই', 'ছোট্ট সংসার' প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি। শাহনেওয়াজ কাকলী পরিচালিত 'নদীজন' ছবিতে অভিনয় করে পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মির্জা।