আগস্টেই আসছে আলিয়ার 'সড়ক টু'

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
আলিয়া ভাট
অবশেষে করোনার মধ্যেই মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বহুল আলোচিত ছবি 'সড়ক টু'। চলতি মাসের ২৮ আগস্ট ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও ছবিটি কোনো প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ডিজনি পস্নাস হটস্টার ওয়েব পস্নাটফর্মে। তবুও উচ্ছ্বাসের কমতি নেই বলিউড অভিনেত্রীর। ছবি মুক্তির খবরটি নিজেই দিয়েছেন আলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে মুক্তির দিন ও তারিখ জানান আলিয়া ভাট। ছবিটি নির্মাণ করেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। মহামারির মধ্যেই নতুন ছবি মুক্তির বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। এরই মধ্যে সড়ক টু-এর মুক্তির দিনক্ষণ জানানোর পর বিপাশা বসু, জোয়া আখতারদের মতো তারকাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান আলিয়া। এদিকে 'সড়ক টু' ছবির পোস্টার অবমুক্তির পর থেকেই এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা-মোকদ্দমার মুখোমুখিও হতে হয়েছিল আলিয়া ও তার বাবাকে। নেটিজেনদের অভিযোগ ছিল পোস্টারে কৈলাসের মনোসরোবরের ছবি যুক্ত করা হয়েছে, যা আপত্তিকর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকারও হয়েছিলেন আলিয়া। পরে বাধ্য হয়ে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়ার কমেন্ট সেকশন খুঁজে না পাওয়ার পর, তাকে ঘিরে টুইটারে চলতে থাকে একের পর এক সমালোচনা। একটা পর্যায় আলিয়াকে বয়কটের ডাকও দেন নেটিজেনরা। ১৯৯০ সালের 'সড়ক' ছবির সিকুয়েল 'সড়ক টু'। প্রথম ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত। মজার ব্যাপার হলো, সিকু্যয়ালেও দুজনকে দেখা যাবে। মহেশ ভাট পরিচালিত দ্বিতীয় কিস্তিতে রয়েছেন আদিত্য রায় কাপুরও। তবে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ সম্পর্কে মহেশ ও আলিয়া কেউ এখনো মন্তব্য করেননি।