বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল : তনুশ্রী দত্ত

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
তনুশ্রী দত্ত
নানা পাটেকরের বিরুদ্ধে #মিটু অভিযোগ এনে বলিউডে হইচই ফেলে দিয়েছিলেন তনুশ্রী দত্ত। কিন্তু ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাকে দিনের পর দিন নানা অপমান, অত্যাচার সহ্য করতে হয়েছে। তার পরিবারকে বিদ্রম্নপ সহ্য করতে হয়েছে। এমনকি জোর করে বলিউড ছাড়তেও বাধ্য করা হয়েছিল বলে সম্প্রতি মুখ খুলেছেন তনুশ্রী। তার কথায়, 'বিনা অপরাধেই এই ইন্ডাস্ট্রিতে ১২ বছর আমায় কোনও কাজ দেওয়া হয়নি। কিন্তু এখন সবাই সুশান্তের জন্য সুবিচার চাইছেন, কিন্তু কোথায় গেল আমার বিচার? আমার হয়ে তো কেউ কোনও কথা বলল না। এখনও আমি সুবিচারের আশায় লড়াই করছি। বলিউড দুর্নীতির আখড়া। আমি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই কীভাবে এখানে মানুষকে হেনস্থা করা হয়।' তনুশ্রী আরও বলেন, 'নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করার পরও আবার কাজে ফিরছেন অভিনেতা, কিন্তু সুবিচার পাননি তিনি। এখন সবাই নেপোটিজম, বলিউডের অন্দরে চলা স্বজনপোষণ নিয়ে মুখ খুলছেন। কিন্তু আমি যখন অভিযোগ জানিয়েছিলাম, তখন কোথায় ছিলেন তারা? কোথায় ছিল প্রতিবাদ।' জানা গেছে, করোনাভাইরাসের কারণে আমেরিকায় সব রকম শো, ইভেন্ট বন্ধ হয়ে গেছে। তিনি এখন লস অ্যাঞ্জেলসে রয়েছেন। সেখানেই আইটির ট্রেনিং নিয়ে ৯-৫টার শিফটে তথ্যপ্রযুক্তিতে কাজ শুরু করবেন।