ছাড়পত্র পেল 'বায়োগ্রাফি অব নজরুল'

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সেন্সর ছাড়পত্র পেল ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্ম 'বায়োগ্রাফি অব নজরুল। ২৯ জুলাই ডকুফিল্মটি সেন্সর পেয়েছে বলে জানিয়েছে সেন্সরবোর্ড। নির্মাণ কাজ শেষ করে গত ৯ জুলাই বৃহস্পতিবার সেন্সর ছাড়ের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান নজরুল সেন্টার জানিয়েছে, গত দেড় বছর ধরে চিত্র ধারণ ও এডিটিং-এর কাজ করা হয়েছে। তথ্য চলচ্চিত্রটির পরিচালক ফেরদৌস খান বলেন, 'আমি খুব খুশি যে এটি একদম আনকাট সেন্সর সনদ পেয়েছে, জেনেছি বিজ্ঞ বোর্ড সদস্যরা কাজটির প্রশংসা করেছেন। আশা করছি এ বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল।' ১ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড ব্যাপ্তির এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন আল আমীন খান, সার্বিক কাজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।