logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫ আশ্বিন ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ১০ আগস্ট ২০২০, ০০:০০  

প্রস্তুত হচ্ছেন বাণী কাপুর

প্রস্তুত হচ্ছেন বাণী কাপুর
বাণী কাপুর
হালের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী বাণী কাপুর। 'ওয়ার' ছবির এই অভিনেত্রীকে আর দেখা যায়নি বলিপাড়ার রুপালি পর্দায়। তবে এবার সব ধোঁয়াশা কাটিয়ে জানালেন তিনি প্রস্তুত হচ্ছেন নতুন ছবির জন্য। পরিচালক অভিষেক কাপুরের নতুন ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে বেশ কসরতও করতে হচ্ছে বেফিকরে ছবির এই অভিনেত্রীকে। সব ঠিক থাকলে চলতি মাসেরর শেষদিকে শুরু হবে এ ছবির শুটিং।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাণী জানিয়েছেন, 'মন ছুঁয়ে যাওয়া ছবির গল্প। বহুদিন ধরে অভিষেক কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার। তার ছবি সব সময়েই মন কেড়েছে। অবশেষে তার কাজের অংশ হওয়ার সুযোগ পেয়ে দারুণ লাগছে। তাছাড়া আমাদের প্রজন্মে আয়ুষ্মান এক অনন্য অভিনেতা। এত সুন্দর ভালোবাসার একটি ছবিতে ওর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি থ্রিলড।'

২০১৩ সালে যশ রাজ ফিল্মস-এর 'সুতদেশি রোমান্স' ছবি দিয়েই বলিউডে পা রাখেন বাণী কাপুর। সেই ছবিতে তাকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গিয়েছিল। বাণী কাপুর সম্পর্কে অভিষেক কাপুর বলেন, 'ও ভীষণই কমিটেড অভিনেত্রী।' তাছাড়া এ পরিচালক আরও দাবি করেন, বড় পর্দায় বাণী এবং আয়ুষ্মানের রসায়ন দুর্দান্ত হবে। আর বেফিকরে ছবিতে বাণী অসাধারণ অভিনয় করেছে। সেই সঙ্গে সে খুবই সুন্দরী আর কাজের প্রতি অত্যন্ত কমিটেড। সেটে বাণী এবং আয়ুষ্মানের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।'

জানা গেছে, এ ছবিতে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে ক্রস ফাংশনাল অ্যাথলিটের ভূমিকায়। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে নানা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে তাকে। এর আগে ভারতীয় গণমাধ্যম বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছিলেন, 'এই চরিত্রের জন্যে শারীরিকভাবে তৈরি হতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।' 'এর আগে আমাকে পর্দায় কখনও এমনভাবে দর্শক দেখেননি। ফলে দর্শকের রিঅ্যাকশন দেখার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে