টেইলর চমকে কাঁপছে বিশ্বসংগীত

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
টেইলর সুইফট
মার্কিন গায়িকা টেইলর সুইফটের সাম্প্রতিক স্টুডিও অ্যালবাম 'ফোকলোর' বাজারে আসার প্রথম এক সপ্তাহেই ২ মিলিয়নেরও (২০ লাখ) বেশি কপি বিক্রি হয়েছে। আর তাতে এটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এ বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের শীর্ষ তালিকায়। সবাইকে চমকে দিয়ে সুইফট তার এই অষ্টম স্টুডিও অ্যালবাম প্রকাশের ঘোষণা দেন ২৪ জুলাই এটি বাজারে আসার মাত্র ১৫ ঘণ্টা আগে। প্রথম সপ্তাহেই বিভিন্ন অনলাইন পস্নাটফর্মে ৫০ কোটিরও বেশি ভিউ হয়েছে এর। এক কথায় করোনার মধ্যেও টেইলর চমকে কাঁপছে বিশ্বসংগীত। এর আগে, সুইফটের মিউজিক লেবেল- রিপাবলিক রেকর্ডস এ সপ্তাহের শুরুতেই ঘোষণা দিয়েছে, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায়ই ১৩ লাখের বেশি কপি বিক্রি হয়েছে 'ফোকলোর'। 'ফোকলোর' ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছে। অনলাইন স্ট্রিমিং সাইট স্পোটিফাইয়ে প্রথম দিনেই এটির ভিউ হয় ৮ কোটি ৬ লাখ। এটি মুক্তির প্রথম দিনে কোনো নারীশিল্পীর অ্যালবামের সর্বোচ্চ ভিউ। অবশ্য যুক্তরাষ্ট্রে কোনো নারীশিল্পীর অভিষেক অ্যালবাম সর্বোচ্চ ৫ লাখেরও বেশি বিক্রির রেকর্ডটিও সুইফটেরই। এ উপলক্ষে ইনস্টাগ্রামে সুইফট লেখেন, 'এ বছরের গ্রীষ্মের জন্য যা কিছু পরিকল্পনা করে রেখেছিলাম, (করোনাভাইরাসের কারণে) তার বেশির ভাগই করতে পারিনি; অথচ পরিকল্পনায় ছিল না, এমন কিছু একটাই করা হয়ে গেল! আর তা হলো আমার অষ্টম স্টুডিও অ্যালবাম- 'ফোকলোর'। আমার খামখেয়ালি, স্বপ্ন, ভয় ও ভাবনায় ভরা এর গানগুলো।' 'ফোকলোর' অ্যালবামে প্রডিউসার ও 'দ্য ন্যাশনাল' ব্যান্ডের গিটারিস্ট আরন ডেসনারের সঙ্গে কাজ করেছেন সুইফট। ১৬টি গানের মধ্যে ১১টিরও যুগ্ম লেখক ডেসনার। অন্যদিকে, একটি গানের যৌথ লেখক ও যুগ্ম-কণ্ঠশিল্পী বন আইভার। উইলিয়াম বোওয়ারি যৌথভাবে লিখেছেন দুটি গান। তা ছাড়া সুইফটের নিয়মিত প্রডিউসার, গীতিকার ও কণ্ঠশিল্পী জ্যাক অ্যান্টোনফ এই নতুন অ্যালবামেও হাজির থেকেছেন। 'ফোকলোর'-এ ১৬টি গানের শিরোনাম : 'দ্য ওয়ান', 'কার্ডিগান', 'দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনেস্টি', 'এক্সাইল', 'মাই টিয়ারস রিকোচেট', 'মিররবল', 'সেভেন', 'আগস্ট', 'দিস ইজ মি ট্রাইং', 'ইলিসিট অ্যাফেয়ার্স', 'ইনভিজিবল স্ট্রিং', 'ম্যাড ওম্যান', 'এপিফ্যানি', 'বেটি', 'পিস' ও 'হক্স'।