শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'থ্যাংক ইউ বাংলাদেশ' গাইলেন একঝাঁক সিনিয়র তারকা

বিনোদন রিপোর্ট
  ১১ আগস্ট ২০২০, ০০:০০

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিষাদের কালো মেঘ আজ সবখানে। বাংলাদেশেও মন্দ প্রভাব ফেলেছে এই ভাইরাসটি। নেই সেই কাকডাকা ভোরে ফসলের আঁকাবাঁকা আলপথ ধরে হেঁটে যাওয়া বিদ্যালয়গামী শিক্ষার্থীদের দল। নেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মযজ্ঞে কেটে যাওয়া দৃশ্যগুলো।

সুখের কথা হলো ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে সবকিছু। আবারও সুদিন ফিরবে দেশে সেই আশায় বুক বেঁধেছেন সবাই। ডাক্তার, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, চাষি, সামরিক বাহিনীর সদস্য অথবা সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দেশের প্রতিটি পেশার মানুষ চেষ্টা করে যাচ্ছেন দেশকে সচল রাখতে। মৃতু্যর ঝুঁকিকে তুচ্ছ করে, নিজ পরিবারের কথা চিন্তা না করে কাজ করে যাচ্ছেন সবাই। সেই সব মানুষের প্রতি শ্রদ্ধা রেখে তৈরি হয়েছে 'থ্যাংক ইউ বাংলাদেশ'। দেশাত্মবোধক চেতনায় চারটি প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গানটি। যেখানে প্রথম অংশে করোনা পরিস্থিতির আগে বাংলার চিরাচরিত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালির করোনা মোকাবিলা করার চিত্র উঠে আসবে। সবশেষে আগের রূপে ফিরে আসছে বাংলাদেশ সেই আশা ফুটে উঠবে।

এ গানের সংগীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ এবং গানটির পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন এবিএম, এহসানুজ্জামান অভি। গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। তারা হচ্ছেন- কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ এবং মো. আশরাফুল আলম সুজন। গানটি শিগগিরই প্রকাশ হবে গান বাংলা টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108357 and publish = 1 order by id desc limit 3' at line 1