মঞ্চনাটক নিদের্শনা দিয়েছি

ছোট ও বড় পদার্র জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান ও উপস্থাপনা করছেন তিনি। সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে-

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জিনাত শানু স্বাগতা
ব্যস্ততা... গেল ঈদে বেছে বেছে ৪-৫টি নাটকে কাজ করেছি। এরমধ্যে একটি ছিল সাত পবের্র নাটক, নাম ‘কলকাতার দাদাবাবু’। ঈদের পর ভালো গল্পের একটি খÐনাটকের প্রস্তাব এসেছিল, কিন্তু বরিশালে শুটিং থাকায় করা হয়নি। এখন নতুন দুটি ধারাবাহিকে কাজ করছি। একটি শাহাদাত আলম ভুবনের ‘দি ঢাকা এক্সপ্রেস’, অন্যটি গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় একটি নাটক। প্রচার চলতি ধারাবাহিক... আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হচ্ছে- এনটিভিতে ‘কাগজের ফুল’, আরটিভিতে ‘সেন্টিমেন্টাল সেলিম’, বিটিভিতে ‘লকেট’, দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধুত্ব’। উপস্থাপনা... অভিনয় ও উপস্থাপনা দুটোতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারের ঈদে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এরমধ্যে একুশে টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পযর্ন্ত প্রচার হয়েছে ‘ফোন লাইভ স্টুডিও কনসাটর্’। এ ছাড়া করেছি বিটিভির দুই পবের্র ‘ছায়াছন্দ’, বাংলাভিশনের ‘মিউজিক্যাল শো’ এবং জিটিভির ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’ অনুষ্ঠানগুলো। এর বাইরে বাংলাভিশনে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সোনালী দিনের রূপালী গল্প’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি। এটি প্রতি শনিবার সন্ধ্যায় প্রচার হচ্ছে। দুরন্ত টিভির জন্য ‘কামিং সুন কাটুর্ন পিপল’ নামে নতুন একটি প্রোগ্রাম উপস্থাপনা করছি। এটি নভেম্বর থেকে প্রচার শুরু হবে। গানের খবর... অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও ছোটবেলা থেকেই গানের সঙ্গে আমার শখ্যতা। গানের হাতেখড়ি বাবার কাছে। তাই অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি গানও করছি। বিভিন্ন অনুষ্ঠানেও গাওয়া হয়। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে গান করলাম। প্রায়ই অনুষ্ঠানে গান করার প্রস্তাব আসে। সময় পেলে পারফমর্ করি। আনন্দম সংগীতাঙ্গন... বাবা মারা যাওয়ার পর তার সব কাজগুলো আমরা সচল রেখেছি। তার অবতর্মানে যেন তার কাজগুলো শেষ না হয়ে যায়। বাবার ‘আনন্দম সংগীতাঙ্গন’ গানের স্কুলটিও আমরা চালু রেখেছি। সেখানে বাচ্চারা গান ও অভিনয় শিখছে। গানের ক্লাস নেন আমার ছোটবোন সভ্যতা। আমি অভিনয়ের ক্লাস নিচ্ছি। আমাদের স্কুল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চে আনছি। এটি আমি নিদের্শনা দিয়েছি। এ মাসের শেষ দিকে শিল্পকলায় এর প্রথম শো হবে। সবকিছু ঠিক থাকলে নাটকটি মুম্বাইয়ের একটি নাট্য উৎসবেও প্রদশির্ত হবে। চলচ্চিত্র.... সাড়ে তিন বছর বয়সে আমি শিবলী সাদিকের ‘লিন্জা’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করি। নায়িকা হিসেবে ২০০৭ সালে শিবলি সাদিক পরিচালিত ‘শত্রæ শত্রæ খেলা’ ছবিতে অভিনয় করি। চলচ্চিত্রের মান মাঝখানে খারাপ ছিল, তাই আর করা হয়নি। এখন পরিবেশটা ভালোর দিকে যাচ্ছে। সুযোগ পেলে ভালো গল্পের পছন্দের চরিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রের কিছু প্রস্তাবও পেয়েছি। কিন্তু ব্যাটে বলে মিলছে না বলে করা হচ্ছে না। তবে ফাহিম কাদেরের ‘পকেট জাম্পার’ শিরোনামের শটির্ফল্মে অভিনয় করেছি। এতে চিত্রগ্রাহকের কাজ করেছেন আমার স্বামী রাশেদ জামান। ওর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শটির্ফল্মটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে।