তিন যুগ পেরিয়ে মাধুরী দীক্ষিত

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
মাধুরী দীক্ষিত
'অবোধ'-এর মধ্য দিয়ে ১৯৮৪ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন মাধুরী দীক্ষিত। যেখানে তাপস পালের স্ত্রী গৌরীর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তিনি। 'অবোধ'-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাধুরী দীক্ষিতকে। দেখতে দেখতে ক্যারিয়ারের ৩৬ বছর পূর্ণ করেছেন লালস্যময়ী এই অভিনেত্রী। আর এই জার্নিকে 'ওয়ান থ্রিলিং রোলারকোস্টার রাইড' হিসেবে উলেস্নখ করেছেন। সোমবার ক্যারিয়ারের ৩৬ বছর পূর্তি উপলক্ষে আস্ক মি অ্যানি কোয়েশ্চেন-এ অংশ নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। যেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। ৩৬ বছরের ক্যারিয়ারে নিজের অভিনীত ছবিগুলো থেকে না ভোলা মুহূর্তগুলো জানতে চায় মাধুরী ভক্তরা। এর জবাবে ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'আমার প্রথম ছবি 'অবোধ'। এই ছবিতে কাজ করার আমার কাছে স্বপ্নের মতো ছিল।' তিন যুগের ক্যারিয়ারে প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। এর মধ্যে কোনো ছবির গান তার কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি বলেন, 'তেজাব' ছবির 'এক দো তিন' গানটি এবং আমার প্রিয় ছবি 'হাম আপকে হ্যায় কৌন।' মাধুরী যদি জনপ্রিয় তারকাদের মধ্য একজন না হতেন তাহলে তিনি কী করতেন? এক ভক্তর এমন প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, 'জেনেটিক নিয়ে গবেষণা করতাম।' ভক্তরা মাধুরীর কাছে তার জীবনের তিনটি সেরা মুহূর্তের কথা জানতে চায়। এ প্রসঙ্গে মাধুরী বলেন, 'প্রথম সফল ছবি, বিয়ের দিন এবং আমার সন্তানের জন্ম।' সবশেষে করণ জোহর প্রযোজিত 'কলঙ্ক' ও 'টোটাল ধামাল' ছবিতে দেখা গেছে মাধুরীকে। বর্তমানে মাধুরীর হাতে রয়েছে 'পঞ্চক'-এর কাজ। এক নম্বর নায়িকার আসন ধরে দীর্ঘদিন ইন্ডাস্ট্রি শাসন করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কিন্তু এর জন্য তাকে যথেষ্ট মাশুলও দিতে হয়েছে। সমালোচনা তাকে নিয়েও হয়েছে। কথা হয়েছে মাধুরীর ভুল নিয়েও। ক্যারিয়ারে এ রকম একটি ভুল নিয়ে অনুশোচনা ছিল মাধুরীর। জীবনে একটি নির্দিষ্ট ছবিতে অভিনয় করা যে তার ঠিক হয়নি, পরে স্বীকার করেছিলেন অভিনেত্রী। সেই ছবি হলো 'দয়াবান'। এই ছবিতে বিনোদ খান্নার সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য ছিল যথেষ্ট বিতর্কিত। ইন্ডাস্ট্রিতে বহিরাগত মাধুরীকেও ক্যারিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কঠোর পরিশ্রমের সুবাদেই শ্রীদেবী, মীনাক্ষীর হাত থেকে তিনি নিতে পেরেছিলেন বলিউডের রাজপাট।