বড় পর্দার অপেক্ষায় হোমায়রা হিমু

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
হোমায়রা হিমু
ছোটপর্দার প্রিয় মুখ হোমায়রা হিমু। অরণ্য আনোয়ার পরিচালিত 'চান্দের বুড়ি নোয়াখাইল্যা', আল হারুনের 'ইষ্টিকুটুম' ও আউয়াল চৌধুরী পরিচালিত 'মুনিয়া এসেছিল' ধারাবাহিকে কাজ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে হোমায়রা হিমু অপেক্ষায় রয়েছেন দেওয়ান নাজমুল পরিচালিত 'তোরে কত ভালোবাসি' সিনেমাটি মুক্তির। কারণ দীর্ঘ ছয় বছর পর হিমু নতুন কোনো সিনেমাতে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। এ প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, 'সিনেমার গল্প এবং চরিত্র আমার কাছে ভীষণ ভালো লাগায় কাজটি করেছি। আর দেওয়ান নাজমুল একজন গুণী নির্মাতা। তার নির্দেশনায় কাজ করেও ভীষণ ভালো লেগেছে। তিনি অনেক গুছিয়ে ও যত্ন নিয়ে কাজ করেছেন। এ অভিনেত্রী আরও জানান, 'তোরে কত ভালোবাসি' সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি। জানিনা কবে সবকিছু স্বাভাবিক হবে। তবে সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রম্নত মুক্তির উদ্যোগ নেওয়া হয়।' এক সময় হোমায়রা হিমুকে মঞ্চনাটকেই বেশি দেখা যেত। পরবর্তীতে টিভি নাটকে ব্যস্ত হয়ে যাবার কারণে তিনি মঞ্চে কম কাজ করতেন। ২০১১ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত 'আমার বন্ধু রাশেদ' সিনেমায় হিমু অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। সর্বশেষ হিমু নায়ক ফেরদৌস প্রযোজিত 'এক কাপ চা' সিনেমায় অভিনয় করেন ২০১৪ সালে। সেই সিনেমার পরই মূলত 'তোরে কতো ভালোবাসি' সিনেমায় অভিনয় করলেন হিমু। হিমুকে সর্বশেষ ২০০৮ সালে মঞ্চে দেখা গেছে। জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় তিনি 'খাঁচার ভিতর অচীন পাখি' নাটকে অভিনয় করেছিলেন। হিমু এখন পর্যন্ত একটিমাত্র নাটকই প্রযোজনা করেছেন। নাটকটি হলো 'ভালোবাসি অথবা বাসি ভালো'।