সা ক্ষা ৎ কা র

অনলাইনের অনুষ্ঠানটি নিয়ে কোনো সমালোচনা শুনিনি

চিত্রনায়ক নিরব হোসাইন। ক্যারিয়ারের শুরুতে অভিনয় করেন নাটক ও বিজ্ঞাপনে। ছোটপর্দায় সফলতা পেরিয়ে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রগুলো সবসময় আলোচনায় জায়গা করে নেয়। করোনার প্রভাবে হাতে থাকা একাধিক ছবির শুটিং আটকে থাকলেও সম্প্রতি উপস্থাপনার মাধ্যমে আলোচনায় জায়গা করে নিয়েছেন নিরব। কথা বলেছেন মাসুদুর রহমান

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নিরব হোসাইন
রেডিও লাইভ অনুষ্ঠান... আমি ও ইমন মিলে লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও ('নিরব-ইমনের সাথে লাইভ রেডিওর এক ঘণ্টা') অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। ঈদের দিন থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। আমাদের প্রথম অতিথি ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এরপর পূর্ণিমা, ফেরদৌস, রিয়াজ, মিশা সওদাগর, আসিফ আকবর, সজল, মিথিলা, মেহজাবীনসহ সময়ের আলোচিত তারকারা এসেছেন। গল্প-আড্ডায় তারকারা মজার মজার অজানা সব তথ্য শেয়ার করেছেন। দুজনের পরিকল্পনায় নতুন কিছু... অনুষ্ঠানটি নিয়ে আমি ও ইমন দুজনেই পরিকল্পনা করি। আমাদের পরিকল্পনা ছিল নতুন কিছু করব যাতে আমাদের দুইজনেরই অংশগ্রহণ থাকে। সাধারণত কোনো অনুষ্ঠানে সঞ্চালক একজন থাকেন কিন্তু আমরা চিন্তা করলাম সঞ্চালক দুজন থাকলে কেমন হয়। বিষয়টি নিয়ে আরাফাত ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম। তিনি সম্মতি দিলেন। তারপর মাঠে নামা। দর্শক সাড়া... প্রচুর সাড়া পাচ্ছি। এ পর্যন্ত ১৩টি পর্ব প্রচার হয়েছে। প্রতিটি পর্বই দর্শক পছন্দ করেছেন। চলতি মাসজুড়েই চলবে। প্রথমে ৭ পর্বের পরিকল্পনা ছিল। এরপর ১০ এবং পরে বাড়িয়ে ৩০ পর্বের পরিকল্পনা করা হয়েছে। হয়তো পর্ব সংখ্যা আরও বাড়তে পারে। দর্শকদের সাড়া পেয়েই পর্ব সংখ্যা বাড়ানো হয়েছে। নয়তো ৭ পর্বেই শেষ হয়ে যেত। অনুষ্ঠানটি নিয়ে সাড়া পেলেও এখন পর্যন্ত কোনো সমালোচনা শুনিনি। ঈদে উপস্থাপনায় জুটি... আমার ও ইমনের মধ্যে সুসম্পর্কটা দীর্ঘ দিনের, এটা সবাই জানেন। দুজনে একসঙ্গে নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও উপস্থাপনায় এবার প্রথম। রেডিও লাইভে অনুষ্ঠানটি ছাড়াও গেল ঈদে এটিএন বাংলায় ১০ পর্বের 'আনন্দ সময়' নামে একটি সেলিব্রেটি অনুষ্ঠানে আমরা দুজনে উপস্থাপনা করেছিলাম। চলচ্চিত্রের শুটিং... 'ক্যাসিনো' ছবির শুটিং শেষ হয়েছে। করোনার কারণে 'তীতুমীর' ছবির শুটিং শুরু হয়নি। 'অফিসার রিটার্নস' ছবিটিও হাতে রয়েছে। আসলে এই দুর্যোগে চলচ্চিত্রের অনেক কাজ আটকে আছে। পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে হাতে থাকা ছবিগুলোর শুটিং শুরু করব।