বিচারকের বিরুদ্ধে জোলির পক্ষপাতের অভিযোগ

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
অ্যাঞ্জেলিনা জোলি
বিশেষ ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে আইনি লড়াইয়ের জন্য ব্যক্তিগত বিচারক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ব্যক্তিগত তথ্য যেন বাইরে প্রকাশ না হয়, সেজন্য বলিউড অভিনেতা ব্র্যাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও নিয়োগ দিয়েছিলেন এমন ব্যক্তিগত বিচারক। সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে পক্ষপাতের অভিযোগ এনে সেই বিচারককেই সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। মোটা দাগে অ্যাঞ্জেলিনা জোলির অভিযোগ, বিচারক সময় ক্ষেপণ করছেন। তবে তার চেয়েও গুরুতর আপত্তি তুলেছেন যে, ব্র্যাডের প্রতি তার বিচারকের পক্ষপাত রয়েছে! ২০১৬ সালে দায়ের করা মামলার বিষয়ে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে গিয়ে জোলি সম্প্রতি যুক্তি দিয়েছিলেন যে, তার বিচারক জন ডবিস্নউ ওডারকির্ককে এই মামলা থেকে সরিয়ে নেওয়া উচিত। কারণ, তিনি ব্র্যাড পিটের বিচারক অ্যান সি কিলির সঙ্গে জড়িত রয়েছেন। ফলে প্রত্যাশিত রায় তিনি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে মুখ খোলেননি ব্র্যাড বা তার আইনজীবী। ২০১৪ সালে বিয়ে করেছিলেন ব্র্যাড আর অ্যাঞ্জেলিনা। আদর করে ভক্তরা তাদের ডাকতেন 'ব্র্যাঞ্জেলিনা' নামে। তাদের বিয়েও ছিল রূপকথার মতো। কিন্তু দুই বছরের মধ্যেই ইতি টানা হয় সেই রূপকথার। বলা হয়, দু'জনের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে, ভাগাভাগি করতে হয়েছে সম্পত্তি। সন্তানের দায়িত্ব নিয়েও আপস হচ্ছে না। প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলি একজন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী হিসেবে বেশ পরিচিত। তিনি তিনবার গোল্ডেন গেস্নাব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি 'বিশ্বের সেরা সুন্দরী' নির্বাচিত হয়েছেন।