গুরুতর অসুস্থ গায়ক আকবর

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত 'ইত্যাদি' দিয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর। হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনটাই জানান তার স্ত্রী কানিজ ফাতেমা। তিনি বলেন, 'টানা ১৫ দিন ধরে শুধু চিড়া, পানি আর স্যালাইন পান করে বেঁচে আছে। ভাত খেতেই পারছে না। দু-একবার খেলেও সঙ্গে সঙ্গেই বমি করেছেন। অবস্থা মোটেও ভালো না। যত সময় যাচ্ছে, অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে এই গায়কের।' আকবরের স্ত্রী আরও বলেন, 'হানিফ সংকেত'র (স্যার) সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে পিজিতে নেওয়ার কথা বললেও পরবর্তীতে আবার মানা করেন। কারণ, সেখানে করোনা রোগীর সংখ্যা অনেক বেশি। এত সমস্যার মধ্যে শুধু পিজি নয়, কোনো হাসপাতালে নেওয়াই ঠিক হবে না।' গত বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয় আকবরকে। তার পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। ২০১৭ সাল থেকে রক্তনালির ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত কণ্ঠশিল্পী আকবর। সে বছরই উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেতের সহায়তায় কেপিসি হাসপাতালের চিকিৎসায় সুস্থ হন আকবর। কিন্তু রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত হননি এই গায়ক। প্রায় দেড় বছর পরে আবারও দেখা দেয় একই সমস্যা। এরপর পিজি থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার তার সমস্যা আরও গুরুতর।