গুরুতর অসুস্থ দিলীপ কুমার

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার বুকের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভতির্ করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৯৫ বছর বয়সী বলিউডের এই বষীর্য়ান অভিনেতা। গত বুধবার তাকে হাসপাতালে ভতির্ করা হয়। দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানান ফয়জল ফারুকী। তিনি জানান, এই মুহূতের্ চিকিৎসকদের বিশেষ পযের্বক্ষণে রয়েছেন এই অভিনেতা। স্ত্রী সায়রা বানু মাঝে মাঝে দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনেতার স্বাস্থ্যের খবর জানান। বুধবার তাদের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকী টুইট করে জানান এই দুঃসংবাদ। তিনি আরও জানান, ধীরে ধীরে উন্নতি হচ্ছে অভিনেতার স্বাস্থ্যের। সবাইকে তার আরোগ্য কামনা করার অনুরোধ করেন তিনি। ফয়জলের সেই টুইটের পর দিলীপ কুমারের আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন দিলীপ কুমার। গত বছরই তিনি কিডনির অসুখ নিয়ে হাসপাতালে ভতির্ হন। কয়েক মাস পর বাড়ি ফিরলেও তাকে বিশ্রামেই থাকতে বলা হয়। কিংবদন্তি নায়কের ৯৪তম জন্মদিন কেটেছিল লীলাবতী হাসপাতালে। ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘কমার্’র মতো অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন দিলীপ কুমার। ১৯৯৮ সালে শেষবারের মতো বড় পদার্য় দেখা যায় তাকে। ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হয় দিলীপ কুমারকে। ২০১৫ সালে তিনি পান ‘পদ্ম বিভ‚ষণ’।