সাক্ষাৎকার

গানের বাজারে অস্থিরতার হাওয়া বইছে

তরুণ প্রজন্মের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হয় তার সঙ্গেÑ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বেলাল খান
সুর-সংগীতে ব্যস্ত... ঈদ পযর্ন্ত টেলিভিশন অনুষ্ঠানে ব্যস্ততা থাকলেও এখন আপাতত কোনো টিভি অনুষ্ঠান করছি না। এখন কনসাটর্ও কম করছি। তবে ব্যস্ততা গান নিয়েই। অচিরেই ধ্রæব মিউজিকের ব্যানারে আমার সুর ও সংগীতে নতুন একটি গান প্রকাশ পাবে। জুলফিকার রাসেলে কথায় এ গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের শিল্পী অন্বেষা। মিউজিক ভিডিওটি নিমার্ণ করেছেন ভিকি জায়েদ। রবিউল ইসলাম জীবনের কথায় লেজারভিশনের ব্যানারে ‘বধূয়া’ শিরোনামের গানওটিও প্রকাশের অপেক্ষায়। আমার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী মিনারের দুটি গান করা হয়েছে। আয়েশা মৌসুমীর জন্যও একটি গানের সুর ও সংগীত করেছি। এরকম অনেক গানের সুর, সংগীতের পাশাপাশি নিজেও দ্বৈত ও একক গান করছি। তবে এখন একক গান নিয়ে একটু বেশি কাজ করার চেষ্টা করছি। প্লে-ব্যাক... শিগগিরই শাকিব খানের নতুন একটি সিনেমার গানে কাজ করব। এখনই এ নিয়ে কিছু বলতে চাই না। সম্প্রতি নিরব-প্রিয়াংকা অভিনীত ও রফিক শিকদার পরিচালিত একটি ছবিতে দুটি গানের সুর ও সংগীত করেছি। একটিতে আমি কণ্ঠও দিয়েছি। এছাড়া সরকারি অনুদানের মাসুদ পথিকের ‘মায়া’ সিনেমাতেও দুটি গানে কাজ করেছি। চলচ্চিত্রের গানে আরও প্রস্তাব আসছে। পছন্দ হলে সেগুলোতেও কাজ করব। তবে এখন প্লে-ব্যাকের বাইরেও গান নিয়ে ব্যস্ত রয়েছি। পাগল তোর জন্য... ২০১১ সালে ‘পাগল তোর জন্য’ গানটিতে কণ্ঠ দিয়েছিলাম আমি ও ন্যান্সি। ‘পাগল তোর জন্য’ চলচ্চিত্রের এ গানটির জন্য আমি দারুণভাবে প্রশংসিত হই। এগানের মাধ্যমেই আমার প্লে-ব্যাক শুরু হয়। এরপর তো সিনেমার অনেক গানে সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছি। তবে ‘পাগল তোর জন্য’ গানটির কথা আমার সারা জীবন মনে থাকবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার... ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে মমতাজের গাওয়া ‘নিশিপক্ষী’ গানের জন্য সেরা সুরকার হিসেবে ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আসলে পুরস্কারের আশায় কাজ করা হয় না। তবে দু-একটি কাজে এমন অজর্ন চলে এলে ভালো কাজ করার স্পৃহা আরও বেড়ে যায়। আমি আমার মতো করে গানের মৌলিকত্ব রেখে কাজ করার চেষ্টা করি। কারণ মৌলিকত্ব না থাকলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। গানের পরিবেশ... গত দশ বছর আগেও গানের পরিবেশ অনেক ভালো ছিল। সম্প্রতি গানের বাজারে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। সবার মধ্যে কেমন যেন শটর্কাটের চিন্তাটা বেশি। খুব সহজেই সবাই সবকিছু পেতে চাইছে। এটা ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে। আমার মনে হয়, এ ব্যাপারে সবাইকে সতকর্ থাকা উচিত। এখন নতুনরা অনেক ভালো করছে, আবার অনেকেই খারাপও করছে।