সাক্ষাৎকার

ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই

ছোট পর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে তার অভিষেক। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয় ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নাজিয়া হক অর্ষা
এখনো সাড়া... গত বছর ইউটিউবে প্রকাশিত হয়েছিল রুনা লায়লার সুরে আশা ভোঁসলের গাওয়া 'চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি' গানটি। গানটির প্রতি শ্রোতা দর্শকেরও আলাদা এক ভালো লাগা আছে। এতে যে গল্প তুলে ধরা হয়েছে তাতে নিবেদিত হয়ে অভিনয় করার কারণে চরিত্রটি যথাযথভাবে ফুটে উঠেছে। গানটির মিউজিক ভিডিওতে কাজ করে এখনো বেশ সাড়া পাচ্ছি। শিল্পী জীবনের সার্থকতা... এক জীবনে এমন একটি কাজ করাই শিল্পী জীবনের সার্থকতা। আমার সৌভাগ্য যে, আমি এই ধরনের একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছিলাম। যে কারণে দেশের বাইরেও কাজটির জন্য আমার একটি পরিচিতি গড়ে উঠেছে। ধন্যবাদ গানটির মিউজিক ভিডিও নির্মাতাকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে এবং আন্তরিক ভালোবাসা রইল গানটির শিল্পী শ্রদ্ধেয় আশা ভোঁসলের প্রতি। এমন কাজের সাথে আগামীতেও নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। রুনা লায়লার সঙ্গে... চলতি বছরের শুরুতে একটি সংগঠনের পক্ষ থেকে আমাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি সংগীতশিল্পী রুনা লায়লা ম্যাডামের হাত থেকে গ্রহণ করেছিলাম। সত্যি কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলোকে শব্দ বিন্যাসে ব্যাখ্যা করা যায় না। সেই মুহূর্তটি আমার কাছে ঠিক এমনই একটি মুহূর্ত। কারণ সেদিনই শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গে আমার প্রথম দেখা। কাজে ফেরা... ঈদের পর অভিনয় করা হয়েছে। সম্প্রতি তপু খানের নির্দেশনায় 'সময়ের গল্প'র 'অপরাধ' নামক পর্বে অভিনয় করেছি। এতে আমার সঙ্গে দেখা যাবে নিলয়কে। এর আগেও এই ধারাবাহিকের 'বিশ্বাস অবিশ্বাস' পর্বে অভিনয় করেছিলাম। এছাড়া বায়োস্কোপের 'সুন্দরী' শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছি। টিআরপি, ভিউ, রেটিং... অভিনয় করি নিজের মনের আনন্দ ও ভালো লাগা থেকে। কখনো নাটকের টিআরপি, ভিউ, রেটিং এগুলোকে বিবেচনা করি না। অনেক মন্দ নাটকেরও ভিউ বেশি থাকতে পারে। আবার ভালো নাটকের বেলায় তা নাও হতে পারে। ভালো নাটক দর্শকের কাছে পৌঁছাবেই।