প্রথমবার মিলন-রোমানা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো একটি একক নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী রোমানা নীড়। নাটকের নাম 'প্রেমিক পুরুষ জগলু ভাই'। প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে। সম্প্রতি পূবাইলে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। মিলন, রোমানা নীড় ছাড়াও আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ। প্রথমবার নাটকে কাজ করা প্রসঙ্গে রোমানা নীড় বলেন, 'আমরা অভিনয়ের মানুষ। দীর্ঘদিন করোনার কারণে অভিনয় থেকে দূরে আছি। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা সেভাবে ভালো না। কবে সিনেমার কাজ শুরু করতে পারব জানি না। আর বসে থাকতে পারছি না। তাই নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নেই। অভিনয় তো অভিনয়ই সেটা যে মাধ্যমই হোক না কেন। ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত নাটকে কাজ করতে চাই। প্রথমবার নাটকে কাজ করে ভালো লাগছে। সহশিল্পী হিসেবে মিলন ভাই খুবই হেল্পফুল। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।' আনিসুর রহমান মিলন বলেন, 'নাটকে আমাকে প্রেমিক পুরুষ হিসেবে দেখতে পাবে। রোমানা নীড় প্রথমবার নাটকে অভিনয় করলেও প্রথম মনে হয়নি।