প্রথমবার সংবাদকর্মী চরিত্রে তারিন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
তারিন জাহান
অভিনয় জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনিয়র অভিনেত্রী তারিন জাহান। তবে প্রথমবার নাটকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম 'মঙ্গল আলোকে'। ইকবাল ইউসুফের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটি বিটিভিতে প্রচার হবে। সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে- তারিন রাজধানীতে সাংবাদিকতা করেন। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। একবার মফস্বলের শিক্ষাব্যবস্থার চিত্র স্বচক্ষে দেখার জন্য গ্রামে যান। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে এ সাংবাদিক শিক্ষাব্যবস্থার সফলতা-ব্যর্থতা নিয়ে তথ্য সংগ্রহ করেন। প্রাসঙ্গিকভাবেই সেখানকার শিক্ষা অফিসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তারিন সেই শিক্ষা অফিসারের বয়ানে সেখানকার শিক্ষাব্যবস্থার হালচাল জানার চেষ্টা করেন। কাজ করতে গিয়ে এক সময় এ শিক্ষা অফিসারের সঙ্গে এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় তারিনের। পরবর্তী সময়ে সেই সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, প্রায় এক বছর পর বিটিভির নাটকে অভিনয় করলাম। সাংবাদিকদের সঙ্গে পরিচয় থাকলেও এ ধরনের চরিত্রে অভিনয় করিনি এর আগে। চরিত্রটির মাধ্যমে বেশকিছু বক্তব্য তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।'