উত্তেজনা বাড়ালেন ঊর্মিলা মাতন্ডকর

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
ঊর্মিলা মাতন্ডকর
দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় অনুপস্থিত। তবুও গেল কয়েকদিন ধরে খবরের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী। তবে নতুন কোনো সিনেমার ঘোষণা দিয়ে নয়, বরং কঙ্গনা রানাউতের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন তিনি। আর সে কারণেই ফের আলোচনায় উঠে এসেছেন নব্বই দশকের ঊর্মিলা। এবার স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই চিত্রতারকা। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত 'নারহিমসা' সিনেমা দিয়ে বি টাউনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ঊর্মিলা মাতন্ডকর। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসাও করেছিল। তবে তার প্রাপ্য সম্মান পাননি বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন নায়িকা। এক সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, 'আমি যদি স্বজনপোষণ নিয়ে কথা বলতে যাই, তাহলে কয়েক ঘণ্টাতেও শেষ করা যাবে না। চলচ্চিত্রের ইতিহাসে আমার মতো স্বজন পোষণের শিকার আর কাউকেই হতে হয়নি। কেননা আমার সময়ে বহু তারকা সন্তান ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। ফলে প্রথম সিনেমা সুপারহিট হওয়ার পরও আমাকে পরিশ্রম করতে হয়েছে।' ঊর্মিলার কথায়, "বিরতি ভেঙে যখন আমি 'রঙ্গিলা' সিনেমায় চুক্তিবদ্ধ হলাম, তখন আমাকে সবাই ভুলতে বসেছিল। পরে সিনেমাটি হিট হওয়ার পরও আমাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। তাতে কোনো আক্ষেপ ছিল না কিংবা ভেঙে পড়েননি তিনি।" তবে শুধু ইন্ডাস্ট্রির স্বজনপোষণই নয়, তখনকার মিডিয়া ট্রায়াল নিয়েও অভিযোগ এনেছেন ঊর্মিলা। তিনি বলেন, 'আমাদের সময়টাতে সোশ্যাল মিডিয়া ছিল না। তখন বিনোদনভিত্তিক ম্যাগাজিনগুলোর ক্ষমতা অনেক। তাই তারকা সন্তানদের বাদ দিয়ে তাকে সব সময় অন্য দাড়িপালস্নায় মাপা হতো। এমনকি সে সময় নেপোটিজমের এত চাপ ছিল যে, তাকে কোনো অ্যাওয়ার্ড শো'তেও ডাকা হতো না।' সম্প্রতি ঊর্মিলাকে তোপ দেগে সংবাদ মাধ্যমে কঙ্গনা বলেন, ঊর্মিলা তো 'সফট পর্নো তারকা' ছিলেন। সিনেমাপ্রেমীদের কাছে এটা খুবই স্পষ্ট। এটাও সত্যি উনি অভিনয় দক্ষতার জন্য কোনোদিনই পরিচিত ছিলেন না।' কঙ্গনার এমন বিস্ফোরক মন্তব্যের পরই স্বজনপোষণ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন 'মাসুম'খ্যাত এই চিত্রতারকা।